এই মৌসুমেই ভিএআর আসতে পারে চ্যাম্পিয়নস লিগে
ম্যানচেস্টার সিটি-শাখতার দোনেতস্কের ম্যাচ নতুন করে পুরনো আলোচনাটাই সরব করেছে আরেকবার। ২৪ মিনিটে রাহিম স্টার্লিং ডাইভ দিয়ে রেফারির কাছ থেকে পেনাল্টি আদায় করেছেন সেই ম্যাচে। পরে স্টার্লিং অবশ্য ক্ষমা চেয়েছেন নিজের কাজের জন্য। সিটি ম্যানেজার পেপ গার্দিওলাও ভিএআর সংযোজনের ব্যাপারে জোর দিয়েছেন। এই ঘটনার পর ইউয়েফা বলছে, এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগেই চালু হতে পারে ভিএআর।
তবে সেটা এখনই নয়, যাচাই বাছাইয়ের পর ইউয়েফার স্ক্রিন টেস্টে পাস করলেই টুর্নামেন্টের পরের পর্বগুলোতে থাকবে ভিএআর। এই খবর নিশ্চিত করেছে বিবিসি। এর আগে সেপ্টেম্বরে ইউয়েফার সভায় নিশ্চিত করা হয়েছিল আগামী মৌসুম থেকে ভিএআর থাকবে চ্যাম্পিয়নস লিগে।
বিশ্বকাপে সাফল্যের পর লা লিগা, সিরি আতে ফুটবলের নতুন এই নিয়ম চালু হলে ইউয়েফার সবচেয়ে বড় টুর্নামেন্টে ভিএআর না থাকায় সমালোচনা চলছিল অনেকদিন ধরেই। এই মৌসুমেই ভিএআর থাকবে কি না সেটা নিশ্চিতভাবে জানানো হবে ইউয়েফার ডিসেম্বরের বৈঠকে।