হিগুয়াইনের যেন বেশি শাস্তি না হয়: রোনালদো
প্রথমার্ধে পেনাল্টি মিস করেছেন, দ্বিতীয়ার্ধে রেফারির সাথে তর্কের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। সাবেক ক্লাবের বিপক্ষে ম্যাচটা তাই দুঃস্বপ্নের মতই কেটেছে এসি মিলানের গঞ্জালো হিগুয়াইনের। জুভেন্টাসের জয়ের নায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো আশা করছেন, রেফারির সাথে তর্কের জন্য হিগুয়াইনের শাস্তি যেন বেশি না হয়।
হিগুয়াইনের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিলেন জুভেন্টাস কিপার সেজনি। ম্যাচের শেষ বাশি বাজার ৭ মিনিট আগে বেনাতিয়াইকে ফাউল করেছিলেন হিগুয়াইন। রেফারি তাকে হলুদ কার্ড দেখান। এতে ভালোই চটেছিলেন হিগুয়াইন। রেফারির সাথে তর্কে জড়িয়ে পড়লে এক পর্যায়ে তাকে লাল কার্ড দেখানো হয়। তর্কে জড়িয়েছেন প্রতিপক্ষের ফুটবলারদের সাথেও। সতীর্থরা এসে কোনোমতে তাকে সামলেছেন।
রোনালদো বলছেন, তিনি হিগুয়াইনকে শান্ত থাকতে বলেছিলেন, ‘আমি তো তাকে হলুদ কার্ড দেখার পর শান্ত থাকলে বলেছিলাম। কারণ সে যেভাবে রেগে গিয়েছিল, তাতে আরও বিপদ আসতে পারত। শেষ পর্যন্ত হয়েছেও তাই।’
হিগুয়াইনকে যেন নিষেধাজ্ঞা না পেতে হয় রেফারির সাথে তর্কের কারণে, সেই কামনাই করলেন রোনালদো, ‘সে আসলে বেশি কিছু করেনি। ম্যাচ হেরে যাওয়ায় হতাশ ছিল। এটাই স্বাভাবিক ব্যাপার। আশা করি তার শাস্তিটা খুব বেশি হবে না।’
হিগুয়াইনকে কোন বাড়তি শাস্তি দেওয়া হবে কিনা, সেটা জানা যাবে কয়েক দিনের মাঝেই।