• সিরি আ
  • " />

     

    রোনালদোর বুদ্ধিতেই বিফল হিগুয়াইনের পেনাল্টি

    রোনালদোর বুদ্ধিতেই বিফল হিগুয়াইনের পেনাল্টি    

     

    এক সময়ে সতীর্থ ছিলেন দুজন, এখন খেলেন ভিন্ন ক্লাবে। পরশু মুখোমুখি হয়েছিলেন জুভেন্টাস গোলরক্ষক ভোজায়িক সেজনি ও এসি মিলানের গঞ্জালো হিগুয়াইন। হিগুয়াইনের নেওয়া পেনাল্টি  দারুণভাবে ঠেকিয়ে দিয়েছিলেন সেজনি। সেজনি বলছেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর বুদ্ধিতেই নাকি হিগুয়াইনের পেনাল্টি ঠেকাতে পেরেছিলেন তিনি!

    ৪০ মিনিটের মাথায় ভিএআরের মাধ্যমে পেনাল্টি পায় এসি মিলান। হিগুয়াইনের পেনাল্টি নেওয়ার আগে রোনালদো এগিয়ে গিয়ে সেজনির কানে কানে কিছু একটা বলেছিলেন। এরপর ডান দিকে ঝাঁপিয়ে হিগুয়াইনের পেনাল্টি ঠেকিয়ে দেন সেজনি।

    সেজনি বলছেন, পেনাল্টি নেওয়ার আগে রোনালদো তাকে কিছু পরামর্শ দিয়েছিলেন, ‘আমি হিগুয়াইনকে খুব ভালমতো চিনি, সেও আমাকে চেনে। সে কীভাবে পেনাল্টি নেয় সেটা জানতাম, আমিও কীভাবে পেনাল্টি ঠেকাই সেটাও সে জানত। এজন্যই এটা খুবই চ্যালেঞ্জের ব্যাপার ছিল। রোনালদো আমাকে বলেছিল, হিগুয়াইনের কিক নেওয়ার আগেই যেন আমি ঝাঁপ দেই। কারণ সে খুব জোরে শট মারে। আমি সেটাই করেছিলাম, পেনাল্টিটাও ঠেকিয়ে দিয়েছি!’

    পেনাল্টি মিসের পর ৮৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠও ছাড়তে হয়েছে হিগুয়াইনকে। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতেছে জুভেন্টাস। সিজনি এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, ‘দারুণ খেলেছে দলের সবাই। যা যা করার দরকার ছিল সেটাই করেছি। শুরুতেই গোল পাওয়ায় অনেকটাই এগিয়ে ছিলাম আমরা। ম্যাচের নিয়ন্ত্রণও আমাদের হাতেই ছিল।’