• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    চ্যাম্পিয়নস লিগ জেতার অবস্থায় নেই পিএসজি: এমবাপ্পে

    চ্যাম্পিয়নস লিগ জেতার অবস্থায় নেই পিএসজি: এমবাপ্পে    

     

    টানা পাঁচ মৌসুমে ফ্রেঞ্চ লিগের শিরোপা ঘরে তুলেছে তাঁরা। লিগে যতটা উজ্জ্বল পিএসজি, চ্যাম্পিয়নস লিগে ঠিক ততটাই বর্ণহীন তাঁরা। নেইমার-কাভানি-এমবাপ্পেদের মতো তারকানির্ভর দল নিয়েও ইউরোপের সেরা ক্লাবগুলোর সাথে লড়াইয়ে পেরে উঠছে না প্যারিসের ক্লাবটি। পিএসজি মিডফিল্ডার কিলিয়ান এমবাপ্পে অকপটে স্বীকার নিলেন, এবারও চ্যাম্পিয়ন লিগ জেতার মতো অবস্থায় নেই তাদের দল।

    শেষ দুই মৌসুমেই দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিল পিএসজিকে। এবারো গ্রুপে তৃতীয় স্থানে আছে পিএসজি। পরের রাউন্ডে ওঠার জন্য নাপোলি-লিভারপুলের সাথে লড়াইটা যাবে শেষ ম্যাচ পর্যন্ত।

    এমবাপ্পে বলছেন, ইউরোপ সেরা হতে হলে আরও অনেক দূরের পথ পাড়ি দিতে হবে পিএসজিকে, ‘নতুন মালিক আসার পর ক্লাব পুরোপুরি বদলে গেছে। এখন আমাদের লক্ষ্যটা অনেক বড়। সেই লক্ষ্যের শেষ ধাপ হচ্ছে চ্যাম্পিয়নস লিগ জেতা। এটা নিয়ে ক্লাবের সবাই ভাবে। কিন্তু, সেই ট্রফিটা জেতার সময় এখনো আসেনি। হয়ত কোনো একদিন আমরা এটা জিততে পারব। সেভাবেই এগিয়ে যাচ্ছে পিএসজি।’

    মাঝে গুঞ্জন উঠেছিল, এমবাপ্পের কারণেই পিএসজি ছাড়তে চাইছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার। এমবাপ্পে অবশ্য জানালেন, দুজনের সম্পর্কটা দিন দিন দৃঢ় হচ্ছে, ‘আমি পিএসজিতে আসার আগে থেকেই তাঁর সাথে যোগাযোগ করি। আমরা দুইজন দুই ভাসায় কথা বলি, এটা একটা সমস্যা ছিল। এখন সেটা দূর হয়েছে, তাঁর সাথে সম্পর্কটাও দিন দিন ভালো হচ্ছে।’

    শেষ পর্যন্ত কবে পিএসজির হাতে চ্যাম্পিয়নস লিগ শিরোপা উঠবে, সেটার জন্য হয়ত অনেকদিন অপেক্ষা করতে হবে সবাইকে।