ফুলহামের কোচ হয়ে ফিরলেন র্যানিয়েরি
লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ জিতিয়ে পরের মৌসুম শেষের আগেই বরখাস্ত হয়েছিলেন ক্লদিও র্যানিয়েরি। তিনিই আবার ফিরছেন প্রিমিয়ার লিগে। ফুলহাম তাদের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ৬৭ বছর বয়সী ইতালিয়ান কোচকে।
পয়েন্ট তালিকার তলানীতে থাকা ফুলহাম ১২ ম্যাচ থেকে পেয়েছে মাত্র ৫ পয়েন্ট। শেষ ম্যাচে লিভারপুলের সঙ্গে ভালো খেলেও জয়বঞ্চিত হয়েছে ফুলহাম। স্লাভিসা ইয়োকানোভিচকে এরপরই বরখাস্ত করে তারা।
প্রিমিয়ার লিগে র্যানিয়েরির এটি তৃতীয় দল। এর আগে ২০০০-০৪ পর্যন্ত ছিলেন চেলসির ম্যানেজার হিসেবে। এরপর দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই (২০১৫-১৬) লেস্টার সিটিকে নিয়ে রূপকথার গল্পের মতো লিগ শিরোপা জেতান।