রক, পেপার সিজার করে নিষিদ্ধ রেফারি
ফুটবল মাঠে কিক অফ দিয়ে শুরু হয় খেলা। আর কিক অফ কোন দল আগে করবে সেটা নির্ধারিত হয় কয়েন টস করে। মেয়েদের প্রিমিয়ার লিগের এক ম্যাচে টসের বদলে রেফারি নিলের অদ্ভুত এক সিদ্ধান্ত। ম্যানচেস্টার সিটি আর রিডিং এর ম্যাচে টসের বদলে তিনি বাকি দুই অধিনায়কের সঙ্গে খেললেন রক, পেপার, সিজার। এরপর নির্ধারণ হয়েছে ম্যাচে কিক অফ করবে কোন দল।
টসের বদলে রক, পেপার সিজার করার দোষেই নিষিদ্ধ হয়েছেন রেফারি। শাস্তির মেয়াদটাও কম নয়, তিন সপ্তাহ কোনো ম্যাচ পরিচালনা করতে পারবেন না রেফারি ডেভিড ম্যাক নামারা। দুই দলের ম্যাচের জন্য যথেষ্ট প্রস্তুতি না থাকা এবং যথাযথ মূল্যায়ন না করার দায় আনা হয়েছে তার বিরুদ্ধে।
ফুটবল ম্যাচের নিয়ম অনুযায়ী কয়েন টসের মাধ্যমেই শুরু হতে হবে খেলা।