পগবার খোঁচা, মেসির 'অস্বীকার'
দুবাইয়ে সল্ট বে'স তার্কিশ স্টেক হাউজে নিয়মিত যাতায়াত ফুটবল তারকাদের। এর আগে অনেকেই গেছেন ওই রেস্তোরায়, তবে শুক্রবার রাতটা সল্ট বের রেস্তোরায় আরও বেশি জমে উঠেছিল দুইজনের উপস্থিতিতে। আন্তর্জাতিক বিরতিতে দুবাই ঘুরতে গেছেন লিওনেল মেসি ও পল পগবা। দুইজনই একসঙ্গে হাজির হয়েছিলেন রেস্তোরায়।
ইনজুরির কারণে ফ্রান্স দলে ছিলেন না পগবা। আর মেসি আর্জেন্টিনার হয়ে খেলেননি আর বিশ্বকাপের পর। আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচটা ছিল ফ্রান্সের বিপক্ষেই। দ্বিতীয় রাউন্ড থেকে আর্জেন্টিনা বাদ পড়লেও ফ্রান্স নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তোলে। কিন্তু আর্জেন্টিনা ম্যাচের পরই একটা গান বেশ সাড়া ফেলে, ফ্রান্সের ড্রেসিংরুম থেকেই উৎপত্তি গানের। এনগোলো কান্তে কীভাবে মেসিকে আটকে দিয়েছিলেন সেটা দিয়ে সুর বেঁধে ফেলেছিল ফ্রান্স দল। বিশ্বকাপ জয়ের পর ফ্রান্সের শিরোপা উৎসবেও মূল আকর্ষণ ছিল সেই গান।
মেসির সঙ্গে দেখা হওয়ার পর পগবা তাঁর সঙ্গে স্প্যানিশ ভাষাতেই কথা বলতে থাকেন। এরপর ফ্রান্সের সেই স্লোগানটাও শুনিয়ে দেন মেসিকে, "এনগোলো কান্তে, হি স্টপড লিওনেল মেসি..."। পগবার কাছে এই গান শুনে হেসেই ফেলেন মেসি। এরপর তিনিও মজা করে জবাবটা দিয়ে দেন, "নাহ, এসব মিথ্যা!"
দুই খেলোয়াড়ের ঠাট্টা অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের একটু অস্বস্তিতেও ফেলতে পারে। এর আগে পগবার বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন উঠেছিল। মেসির সঙ্গে তার বন্ধুত্বটা আরও ভালো না হোক- সেটাই হয়ত চাইবেন ইউনাইটেড সমর্থকেরা!