নেশনস লিগের ফাইনাল রাউন্ডের আয়োজক পর্তুগাল
ইতালির সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর ইউয়েফা নেশনস লিগের ফাইনাল রাউন্ডে উঠেছে পর্তুগাল। সঙ্গে পেয়েছে এই টুর্নামেন্টের আয়োজনের ভারও।
গ্রুপ এ৩ এর বাকি দুইদল ইতালি আর পোল্যান্ডও আগ্রহ দেখিয়েছিলেন আয়োজক দেশ হওয়ার। তখনই ইউয়েফার পক্ষ থেকে জানানো হয়েছিল, এই গ্রুপের জয়ী দলই হবে নেশনস লিগের প্রথম আসরের আয়োজক দেশ। ইতালির সঙ্গে ড্রয়ের পর পর্তুগালের গ্রুপের শীর্ষ পর্যায় নিশ্চিত হয়েছে আগেই। তবে বাকি তিন দল এখনও নিশ্চিত হয়নি। আগামী এক সপ্তাহের মধ্যেই জানা যাবে বাকি দলগুলোর নাম।
আগামী জুনের ৫ থেকে ৯ তারিখের মধ্যেই সম্পন্ন হবে এই টুর্নামেন্ট। দুই সেমিফাইনাল ও এরপর ফাইনালের মাধ্যমে নির্ধারণ হবে নেশনস লিগের চ্যাম্পিয়নস। পর্তুগালের দুই স্টেডিয়াম এস্তাদিও দি দ্রাগাও ও এস্তাদিও ডি আফোন্সো হেনরিকসকে ঠিক করা হয়েছে ভেন্যু হিসেবে।