নেইমার-কাভানির সম্পর্ক ঠিকই আছে : এমবাপ্পে
এডিনসন কাভানি ও নেইমাররের সম্পর্কটা সতীর্থের মতো নয়- এই গুজব পুরনোই। পিএসজিতে একইসঙ্গে এক বছরের বেশি সময় খেলার পরও গুজব ডাল পালা মেলেছে আরও। শনিবার ব্রাজিল-উরুগুয়ে প্রীতি ম্যাচে গুজবে নতুন মাত্রা যোগ হয়েছে। নেইমারকে ফাউল করেছিলেন কাভানি, এরপর উঠে দাঁড়াতে সাহায্য করতে চেয়েছিলেন কাভানি। কিন্তু মাটিতে পড়ে থাকা নেইমার কাভানিকে আর সেই সুযোগ দেননি। এই ঘটনা নিয়েই পরে তাদেরই পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে আশ্বস্ত করেছেন দুইজনের সম্পর্কটা আছে আগের মতোই।
ম্যাচের ওই মুহুর্ত নিয়ে পরে দুইজনকেই জিজ্ঞাসা করা হয়েছিল প্রেস কনফারেন্সে। "মাঠে এমন অনেক কিছুই হয়, যাতে উত্তেজনা বেড়ে যায়। পরে সব ঠিক হয়ে যায়"- ব্রাজিলের বিপক্ষে ম্যাচ শেষে বলেছিলেন কাভানি। আর নেইমার জিজ্ঞাসা করেছিলেন, "কাভানি কি কিছু বলেছে? কারণ আমি জানি সে কিছুই বলেনি।" এমবাপ্পে অবশ্য দুইজনের মিটমাট করছেন অন্যভাবে, "আমি নেইমারকে কাভানির ওই ফাউলের মুহুর্তের ভিডিওটা পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। ওটা দেখে নেইমার শুধু হেসেছে। তাতেই তো সব পরিষ্কার হয়ে গেল। দুইজন নিজেদের দেশের হয়ে খেলছিল, নিজেদের সব উজাড় করেই খেলছিল। যা হয়েছে সেটা অস্বাভাবিক কিছু নয়। বল দখল করতে গেলে এমন হতেই পারে।"
"তাতে কিছুই যাবে আসবে না। আবারও পিএসজির খেলা হলে তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরবে, এরপর গোল করবে পিএসজির জন্য। সবকিছুই আবার আগের মতো হয়ে যাবে।"