• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    নেইমার-এমবাপ্পের ইনজুরিতে বিপাকে পিএসজি

    নেইমার-এমবাপ্পের ইনজুরিতে বিপাকে পিএসজি    

     

    চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার দোরগোড়ায় আছে তাঁরা। এক সপ্তাহ পরেই লিভারপুলের সাথে পিএসজির বাঁচা মরার লড়াই। সেই লড়াইয়ের আগে বেশ বড় ধাক্কাই খেল ফ্রান্সের ক্লাবটি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের নাও পেতে পারে পিএসজি।

    ক্যামেরুনের বিপক্ষে খেলতে নেমেছিল ব্রাজিল। ম্যাচের মাত্র সাত মিনিটের মাথায়ই ইনজুরিতে পড়েন নেইমার। সতীর্থকে পাস দিতে গিয়ে মাংসপেশিতে টান লাগে তাঁর। একটু পর ব্যথায় মাটিতে শুয়ে পড়েন। সাথে সাথেই তাকে বদলি করা হয়। খোঁড়াতে খোঁড়াতেই মাঠ ছাড়েন নেইমার।

    ব্রাজিলের ডাক্তার রদ্রিগো লাসমার জানিয়েছেন, নেইমার কবে ফিরবেন সেটা নিশ্চিতভাবে বলতে পারছেন না তিনি, ‘এখনই কিছু বলা সম্ভব না। ২৪ ঘণ্টা পর জানাতে পারব। খুব বেশি গুরুতর কিছু মনে হচ্ছে না, তবে সে কবে ফিরতে পারবে সেটাও বলতে পারছি না।’ নেইমার নিজেও তাঁর ইনসটাগ্রামে জানিয়েছেন, ইনজুরিটা খুব গুরুতর নয়।

    এদিকে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৩৬ মিনিটে ইনজুরিতে পড়েন এমবাপ্পে। কাম্পানার ট্যাকেলে মাটিতে পড়ে গিয়ে কাঁধে আঘাত পেয়েছেন তিনি। আঘাত পাওয়ার পড়েও কিছুক্ষণ খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেই চেষ্টা ব্যর্থ হলে তাকে তুলে দেন দেশম। দেশম জানিয়েছেন, ইনজুরিটা হয়ত খুব বেশি গুরুতর নয়, ‘কাল তাঁর পরীক্ষা করা হবে। এরপরেই জানা যাবে কি কয়দিন সে খেলতে পারবে না। আশা করি এটা গুরুতর কিছু নয়।’

    ২৮ নভেম্বর মুখোমুখি হবে পিএসজি-লিভারপুল। নেইমার-এমবাপ্পে দুজনেই সেই ম্যাচের আগে সেরে উঠবেন কিনা, সে নিয়ে দেখা দিয়েছে সংশয়। শেষ পর্যন্ত তাদের ওই ম্যাচে না পেলে খানিকটা বিপদেই পড়বে পিএসজি।