• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    এই মৌসুমেই চ্যাম্পিয়নস লিগে ভিএআর?

    এই মৌসুমেই চ্যাম্পিয়নস লিগে ভিএআর?    

    আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে আসছে বহু প্রতীক্ষিত ভিএআর, এটা সিদ্ধান্ত হয়েছিল আগেই। তবে ইউরোপের সেরা ক্লাবদের লড়াইয়ে এই ভিএআর দেখা যেতে পারে এবারই! ইউয়েফার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই হয়ত রেফারিরা ব্যবহার করতে পারবেন ভিডিও অ্যাসিস্টান্ট রেফারি পদ্ধতি।

    চ্যাম্পিয়নস লিগে ভিএআরের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়েছে এই মৌসুমের বেশ কিছু ঘটনা। জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলতে নেমেই ক্রিশ্চিয়ানো রোনালদো দেখেছিলেন লাল কার্ড। রেফারির সেই সিদ্ধান্ত নিয়ে ছিল নানা বিতর্ক। জুভেন্টাস কোচ মাসিমিলানো আলেগ্রি তখন বলেছিলেন, ভিএর থাকলে রোনালদোকে মাঠ ছাড়তে হতো না।

    কিছুদিন আগে ম্যানচেস্টার সিটির রহিম স্টার্লিংয়ের ডাইভ থেকে পেনাল্টি পেয়েছিল দল। এই ডাইভের জন্য স্টার্লিং ক্ষমাও চেয়েছিলেন। এটার পর খোদ সিটি কোচ গার্দিওলাও বলেছিলেন, চ্যাম্পিয়নস লিগে এখন ভিএআর যত দ্রুত সম্ভব আনা উচিত।

    গার্দিওলা-আলেগ্রিদের দাবির মুখেই ইউয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন জানিয়েছেন, আগামী ডিসেম্বরেই আসতে পারে এই মৌসুমে ভিএআর ব্যবহারের ঘোষণা, ‘আমরা ব্যাপারটা ভেবে দেখছি, কবে নাগাদ চ্যাম্পিয়নস লিগে ভিএআর আনা যায়। পরের মৌসুমে আনা হবে, এটা তো আগেই সিদ্ধান্ত হয়েছে। যদি সবাই সিদ্ধান্ত নেয় এটা এগিয়ে আনা হবে, তাহলে এই মৌসুমেও ভিএআর দেখা যেতে পারে।’

    আগামী ২ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে ইউয়েফার নির্বাহী কমিটির সভা। সেই সভা থেকে আসতে পারে চ্যাম্পিয়নস লিগে এবারের মৌসুমে ভিএআর ব্যবহারের ঘোষণা।