ফুটবলকে বিদায় বললেন দ্রগবা
একটা সময় চেলসির আক্রমণভাগ সামলাতেন তিনিই। ৮ বছর চেলসির হয়ে খেলে দিদিয়ের দ্রগরা জিতেছেন সবকিছুই। দীর্ঘ ২০ বছরে ফুটবল খেলার পর এবার থামছেন তিনি। সব ধরনের ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন আইভরি কোস্টের কিংবদন্তি ফুটবলার দ্রগবা।
দ্রগবার ক্যারিয়ারের সেরা সময়টা কেটেছিল চেলসিতে। প্রথম দফায় ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত সেখানেই খেলেছিলেন, ২২৬ ম্যাচে করেছিলেন ১০০ গোল, জিতেছিলেন চ্যাম্পিয়নস লিগও। চেলসি ছাড়ার পর নিজেকে হারিয়ে খুঁজেছেন। ২০১৪ সালে এক মৌসুমের জন্য আবার চেলসিতে ফিরলেও আগের ফর্মে ফিরতে পারেননি। ২০১৫ সালে চেলসিকে বিদায় বলে যোগ দিয়েছিলেন মেজর সকার লিগে। সেখানে খেলছেন ফিনিক্স রাইজিংয়ের হয়ে। ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলেছেন গত সপ্তাহে, লুইসভিল সিটির কাছে ১-০ গোলে হেরেছে তাঁর দল।
২০০২ সালে আইভরি কোস্টের হয়ে অভিষেক হয়েছিল দ্রগবার। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করে দলকে নিয়ে গেছেন মূল পর্বে। ১০৪ ম্যাচে ৬৪ গোল করে তিনি দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও।
জাতীয় দলকে বিদায় বলেছিলেন বছর চারেক আগেই। এবার ক্লাব ফুটবলেরও ইতি টানছেন দ্রগবা, ‘২০ বছর ফুটবল খেলার পর এখন বিদায় বলার সময় এসেছে। আমার বিদায়ের পর আমার জায়গাটা কোনো তরুণ ফুটবলার পূরণ করবে এটাই চাই। এই খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু শিখেছি। এখন সময় এসেছে ফুটবলকে কিছু ফিরিয়ে দেওয়ার।’
দ্রগবার বিদায়ের সাথে সমাপ্তি ঘটল আইভরি কোস্টের এক সোনালি অধ্যায়ের।