শেহজাদ ঝড়ে ১৭ মিনিটেই জিতল রাজপুতরা
লক্ষ্য ছিল ১০ ওভারে ৯৫। রাজপুতের হয়ে ওপেনিংয়ে নামা আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ এরপর যা করলেন, তাতে শারজাহর দর্শকের চোখ ছানাবড়া হওয়ার জোগাড়। মাত্র ১৬ বলে খেললেন ৭৪ রানের বিধ্বংসী এক ইনিংস। টি-১০ ক্রিকেটে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ রানের ইনিংস। তাঁর অবিশ্বাস্য এই ইনিংসেই টি-১০ লিগের প্রথম ম্যাচে সিন্ধিসকে ১০ উইকেট হারিয়েছে রাজপুত।
চার ওভার ও ১৭ মিনিট। প্রতিপক্ষের দেওয়া ৯৫ রানের লক্ষ্য পেরোতে শেহজাদের দলের সময় লেগেছে এটুকুই। সিন্ধিসের মোহাম্মদ নাওায়াজের প্রথম ওভারেই তিন চার ও এক ছয়ে শেহজাদ দলকে এনে দেন ২০ রান। দ্বিতীয় ওভারে শেহজাদের ওপেনিং পার্টনার ব্রেন্ডন ম্যাককালাম মারেন দুটি ছয়, শেহজাদও মেরেছেন একটি ছয়।
তৃতীয় ওভারে নিজের ফিফটি পূর্ণ করেন শেহজাদ। পেরেরার এই ওভারে তিনি মেরেছেন তিনটি চার ও তিনটি ছক্কা, ওভারে সব মিলিয়ে ওঠে ৩০ রান! মাত্র ১২ বলেই হাফ সেঞ্চুরি করেছেন তিনি, এটাই টি-১০ ক্রিকেটে দ্রুততম ফিফটি। চতুর্থ ওভারে ফাওয়াদ আহমেদকে তিন ছয় মেরে জয় এনে দেন শেহজাদ। তিনি অপরাজিত ছিলেন ১৬ বলে ৭৪ রান করে! এই ১৬ বলের একটিও ডট বল ছিল না। অন্যপ্রান্তে ৮ বলে ২১ রানে ছিলেন ম্যাককালাম।
শেহজাদ হয়ত আফসোস করছে, প্রতিপক্ষ আরো বেশি রান কেনো করল না। তাহলে তো সেঞ্চুরিও পেতে পারতেন!