• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    "কাতার বিশ্বকাপই হবে ইতিহাসের সেরা"

    "কাতার বিশ্বকাপই হবে ইতিহাসের সেরা"    

     

    কেমন হবে কাতার বিশ্বকাপ? কাতারে বিশ্বকাপ আয়োজনের ঘোষণা আসার পর থেকেই ফুটবল ভক্তদের মাঝে এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। শঙ্কা রয়েছে অংশগ্রহণকারী দেশের কর্মকর্তাদেরও। তবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানটিনো বলছেন, ২০২২ সালের বিশ্বকাপই হবে ইতিহাসের ‘সেরা’।

    কাতারের নেই কোনো ফুটবল ইতিহাস। শুধু বিশ্বকাপকে সামনে রেখেই গত কয়েক বছরে কাতার তৈরি করেছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। সেখানকার অতিরিক্ত গরম আবহাওয়া নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন সবাই। এই গরমের জন্য বিশ্বকাপের চিরচেনা সূচীও বদলেছে ফিফা, বিশ্বকাপ হবে নভেম্বর-ডিসেম্বরে। তবে এতকিছুর পরেও যেন শঙ্কাটা কাটছে না। এসবের মাঝে যোগ হয়েছে ঘুস নিয়ে কাতারের বিশ্বকাপ আয়োজনের অভিযোগও।

    ইনফানটিনো অবশ্য আশ্বাস দিলেন, কাতার বিশ্বকাপ হতাশ করবে না কাউকেই, ‘একটি স্মরণীয় বিশ্বকাপ বলতে যা বোঝায়, সেটার সব উপাদানই থাকবে ২০২২ বিশ্বকাপে। খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক বিশ্বকাপ হবে। এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামে যেতে সময় লাগে সর্বোচ্চ এক ঘণ্টা, এটা সমর্থকদের জন্য ভালো হবে। গত কয়েক বছরে কাতারের অবকাঠামোগত উন্নতিটা চোখে পড়ার মতো। আর আবহাওয়া নিয়ে যে অভিযোগটা ছিল, সেটাও দূর হয়েছে। নভেম্বরে তাপমাত্রা থাকবে ১৫-২৫ ডিগ্রি, এটা ফুটবলের জন্য আদর্শ তাপমাত্রা।’

    নভেম্বরে বিশ্বকাপ হলে ইউরোপিয়ান ফুটবলের কী হবে? ইনফানটিনো মনে করেন, আলোচনার মাধ্যমে বিশ্বকাপের জন্য ক্লাব ফুটবলের সময়সূচী পরিবর্তন হবে, ‘কাতার বিশ্বকাপের জন্য সব দেশই সহায়তা করবে। ইউরোপিয়ান ফুটবলের সূচী নিয়েও দুশ্চিন্তার কিছু নেই। আমি সবাইকে একটা কথাই বলতে চাই, যারা ফুটবল ভালোবাসে তাঁরা যেন কাতারে আসে। ২০২২ সালের বিশ্বকাপই হতে যাচ্ছে ইতিহাসের সেরা টুর্নামেন্ট!’

    ইনফানটিনোর কথা কতটুক সত্যি হয়, সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও তিন বছর।