"নেইমার-এমবাপ্পেকে নিয়ে ঝুঁকি নেবে না পিএসজি"
জাতীয় দলের হয়ে খেলতে নেমে গত সপ্তাহে ইনজুরিতে পড়েছিলেন দুজনই। নেইমার ও কিলিয়ান এমবাপ্পের এই ইনজুরি নিয়ে খানিকটা বিপাপেকি পড়েছে পিএসজি। আগামী ২৮ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে খেলতে পারবেন কিনা, সে নিয়েও আছে শঙ্কা। পিএসজি কোচ টমাস টুখল বলছেন, নেইমার-এমবাপ্পেকে নিয়ে কোনও ঝুঁকি নেবেন না তাঁরা।
ক্যামেরুনের বিপক্ষে প্রীতি ম্যাচের মাত্র ৭ মিনিটের মাথায় মাংসপেশিতে টান লাগে নেইমারের। ডাক্তারের পরামর্শে তখনই মাঠ ছেড়েছেন। অন্যদিকে উরুগুয়ের সাথে কাঁধের ইনজুরিতে পড়লে এমবাপ্পেকে বদলি করতে বাধ্য হন কোচ দিদিয়ের দেশম। আঘাত পাওয়ার পর কিছুক্ষণ খেলার চেষ্টা করেছিলেন, পরে ব্যথা বাড়লে আর খেলতে পারেননি এমবাপ্পে।
ইনজুরির কারণে তলুসের বিপক্ষে ম্যাচে আজ অনুমেয়ভাবেই থাকছেন না নেইমার-এমবাপ্পে, জানালেন টুখল, ‘নেইমার ও এমবাপ্পে আমাদের দলের গুরুত্বপূর্ণ দুজন সদস্য। তাদের ইনজুরি দুশ্চিন্তার ব্যাপার। তাই তাদের নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। তাঁরা আজকের ম্যাচে মাঠে নামবে না।
চ্যাম্পিয়নস লিগে গ্রুপের তৃতীয় স্থানে আছে পিএসজি। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে লিভারপুলের বিপক্ষে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য। আঘাত পাওয়ার পরপরই নেইমার জানিয়েছিলেন, ইনজুরিটা খুব গুরুতর নয়। লিভারপুলের বিপক্ষে এমবাপ্পে না ফিরলেও নেইমারের ফেরা অনেকটাই নিশ্চিত, জানালেন টুখল, ‘তাদের দুজনেই লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন, এমনটাই আশা করছে সবাই। এমবাপ্পের ব্যাপারে নিশ্চিত না, তবে ডাক্তারের সাথে কথা বলার পর আমি অনেকটাই নিশ্চিত, নেইমার সেদিন খেলবেই। আমরা চাই দুজনেই খেলুক।’
আগামী বুধবার রাতে পিএসজির মাঠে মুখোমুখি হবে দুই দল। চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পিএসজি।