• সিরি আ
  • " />

     

    রোনালদোর দশে অপরাজিতই থাকল জুভেন্টাস

    রোনালদোর দশে অপরাজিতই থাকল জুভেন্টাস    

     

    লা লিগা ছেড়ে সিরি আতে আসার পর খুব একটা সুবিধা করতে পারছিলেন না শুরুতে। ধীরে ধীরে ক্রিশ্চিয়ানো রোনালদো ফিরেছেন চিরচেনা রূপে, গোলও করছেন নিয়মিতই। কাল জুভেন্টাসের হয়ে নিজের দশম গোলের দেখা পেলেন সিআর সেভেন। তাঁর ও মারিও মানজুকিচের গোলে স্পালকে ২-০ ব্যবধানে হারিয়ে সিরি আতে অপরাজিতই থাকল তুরিনের ওল্ড লেডিরা।

    ম্যাচের প্রথম গোলের সুযোগ এসেছিল জুভেন্টাসের সামনে। ১৯ মিনিটে ডগলাস কস্তার শট ঠেকিয়ে দেন স্পাল কিপার। ২৫ মিনিতেও তাকে হতাশ করেন গোমিস। তিন মিনিট পরেই জুভেন্টাসকে এগিয়ে দেন রোনালদো। সেট পিস থেকে মিরালেম পিয়ানিচের পাসে বল পান তিনি। বল আয়ত্তে নিয়ে বাঁ পায়ের দারুণ এক শটে গোমিসকে পরাস্ত করেন। এই মৌসুমে জুভদের হয়ে রোনালদোর এটি দশম গোল। শেষ ছয় ম্যাচে এটি তাঁর ষষ্ঠ গোল।

    ৩৫ মিনিটে সমতা আনতে পারত স্পাল, জ্যাসমিন কুরতিচের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৪১ মিনিটে পিয়ানিচের শট বাঁচিয়ে দেন গোমিস। প্রথমার্ধের বাঁশি বাজার কিছুক্ষণ আগে স্পালের কেভিন বোনিফাজির দারুণ এক শট ঠেকিয়ে দেন জুভেন্টাস গোলরক্ষক।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের দ্বিতীয় গোল পেতে পারতেন রোনালদো। বনুচ্চির পাসে বল পেয়ে গোলপোস্টের দিকে শট নিয়েছিলেন, সেটা ধরে ফেলেন গোমিস। ৫০ মিনিটে কস্তাকে আবার হতাশ করেন গোমিস, ১০ মিনিট পর গোমিসের সেভেই গোলবঞ্চিত হন কস্তা। ৬০ মিনিটের মাথায় জুভেন্টাসের লিড দ্বিগুণ করেন মানজুকিচ। তাঁর শট আর ঠেকাতে পারেননি গোমিস।

    ৬৯ মিনিটে সুযোগ নষ্ট করেন রোনালদো, ৮২ মিনিটেও তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয় অল্পের জন্য। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস। ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল তুরিনের ক্লাবটি।