• লা লিগা
  • " />

     

    লা লিগার শীর্ষে সেভিয়া

    লা লিগার শীর্ষে সেভিয়া    

     

    আগের রাতে বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ ড্র করায় তাদের সামনে সুযোগ ছিল লিগের শীর্ষে ওঠার। সেই সুযোগ হাতছাড়া করেনি সেভিয়া। রিয়াল ভায়াদোলিদকে হারিয়ে বার্সাকে পেছনে ফেলল তাঁরা। আন্দ্রে সিলভার একমাত্র গোলে ভায়াদোলিদকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল সেভিয়া। 

    ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সেভিয়া। ১২ মিনিটে সার্জি গোমেজের দারুণ এক হেড অল্পের জন্য পোষ্ট ঘেঁসে চলে যায়। ২৯ মিনিটে আন্দ্রে সিলভার শট ঠেকিয়ে দেন ভায়াদোলিদ গোলরক্ষক। পরের মিনিটে অবশ্য তাকে পরাস্ত করেন সিলভা। পাবলো সারাবিয়ার ক্রসে লাফিয়ে উঠে হেড করেছিলেন সিলভা, তাঁর হেড ঠেকানোর কোনো উপায় ছিল না মাসিপের সামনে। ৩৩ মিনিটে সমতা আনার সুযোগ এসেছিল ভায়াদোলিদের সামনে, টনি ভিয়ার শট ঠেকিয়ে দেন সেভিয়া কিপার। ৩৭ মিনিটে দ্বিতীয় গোল পেতে পারতেন সিলভা, তাকে হতাশ করেন মাসিপ।

    দ্বিতীয়ার্ধে বেশি আক্রমণ করেছেন ভায়াদোলিদ। ৫৬ মিনিটে এভার বানেয়ার শট ঠেকিয়ে দেন মাসিপ। দ্বিতীয়ার্ধে সবচেয়ে বেশি হতাশ হতে হয়েছে ভায়াদোলিদের এনের উনালকে। ৬০ ও ৭৪ মিনিটে দুইবার গোল পেলেও একটিও অফসাইডের কারণে টেকেনি।

    ম্যাচের ৯২ মিনিটে দারুণ এক গোলে সমতা আনতে পারতেন উনাল। ড্যানিয়েল ভার্ডির পাসে বল পেয়েছিলেন বক্সের ভেতর। তাঁর শট দুর্দান্তভাবে সেভ করে সেভিয়ার জয় নিশ্চিত করেন গোলরক্ষক ভাচলিক।

    শেষবার সেই ১৯৪৫-৪৬ মৌসুমে লা লিগা জিতেছিল সেভিয়া। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যাওয়া সেভিয়া এবার হয়ত সেরকম কিছুরই স্বপ্ন দেখছে!