• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ইনজুরিতে পড়লেন সুয়ারেজও

    ইনজুরিতে পড়লেন সুয়ারেজও    

     

    প্রতিপক্ষকে নিয়ে তো মাথা ঘামাতেই হচ্ছে। তাঁর চেয়ে নিজের দলের ইনজুরি সংকটটা অবশ্য কম ভাবাচ্ছে না এরনেস্তো ভালভার্দেকে। তিনজন তো আগেই ইনজুরিতে ছিলেন, কাল এর সাথে যোগ হয়েছিল রাফিনহা ও রবার্তোর দীর্ঘমেয়াদি ইনজুরি। এরপর আরেকটি ধাক্কা খেল বার্সা, ইনজুরিতে পড়েছে স্ট্রাইকার লুইস সুয়ারেজও।  

    অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পর থেকেই সুয়ারেজের ডান হাঁটুতে ব্যথা ছিল। কাল বার্সেলোনার পক্ষ থেকে জানান হয়, সেই হাঁটুর ব্যথার কারণেই আগামী দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। এই দুই সপ্তাহে সুয়ারেজ খেলতে পারবেন না চ্যাম্পিয়নস লিগের পিএসভির বিপক্ষে ম্যাচে। থাকবেন না লা লিগার ভিয়ারিয়াল, লিওনেসা ও এস্পানিওলের বিপক্ষে ম্যাচেও। সুয়ারেজ ফিরতে পারেন ১২ ডিসেম্বর টটেনহামের বিপক্ষে ম্যাচ দিয়ে।

    কাল পিএসভির বিপক্ষে পেতে পীড়ার জন্য খেলতে পারবেন না মিডফিল্ডার আর্থারও। জ্যাসপার কিলেসেন, সার্জি স্যাম্পার ও থমাস ভারমেলেন আগেই ইনজুরিতে ছিলেন। ইনজুরির কারণে মৌসুম শেষ হয়ে গেছে রাফিনহার, এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন রবার্তোও। এত ইনজুরির কারণে বেশ কয়েকজন নতুন মুখ দেখা যাবে বার্সায়। ভালভার্দের দলে ডাক পেতে পারেন গোলরক্ষক ইনাকি পেনা ও জকিন একিটা। আরও আসবেন কারলেস অ্যালেনা, রিকুই পিগ, হুয়ান মিরান্ডা।

    এসব ইনজুরির মাঝেও একটি স্বস্তির খবর আছে বার্সার জন্য। ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন ফিলিপ কৌতিনহো ও ইভান রাকিটিচ। আগামীকাল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসভির মুখোমুখি হবে বার্সা। আগেই শেষ ১৬ নিশ্চিত করা বার্সা তাই খানিকটা নির্ভারই থাকবে।