আমার কথা মানে না খেলোয়াড়েরা : মরিনহো
ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার হোসে মরিনহো বলেছেন মাঠে তাঁর নির্দেশনা অনুসরণ করেন না তাঁর খেলোয়াড়েরা। ইয়াং বয়েজের বিপক্ষে ম্যাচের আগে ওল্ড ট্রাফোর্ডে সংবাদ সম্মেলনে এমন গুরুতর অভিযোগ করেছেন ইউনাইটেড ম্যানেজার। চলতি মৌসুমে শুরু থেকেই অধারাবাহিক ইউনাইটেড। লিগের শেষ ম্যাচেও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ঘরের মাঠে পয়েন্ট হারিয়েছে রেড ডেভিলরা।
"আমি চাই তাঁরা ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে খেলুক। আপনারা মনে করেন ধীরে সুস্থ্যে, প্রতিপক্ষকে আঘাত না করে খেলা শুরু করার নির্দেশনা মরিনহোই দেয়। কিন্তু আসলে তো ব্যাপারটা উলটো। আমি চাই তাঁরা ম্যাচটা অন্যভাবে শুরু করুক, ব্যাপারটা খুবই হতাশাজনক।"
রাতে ইয়াং বয়েজের বিপক্ষে জয় পেলে আর ভ্যালেন্সিয়া জুভেন্টাসকে হারাতে ব্যর্থ হলে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে ইউনাইটেডের। যদিও ম্যাচটা এতো গুরুত্ব পাচ্ছে না মরিনহোর কাছে, নিজেদের ভাগ্য নিজেদের হাতেই আছে বলে এই ম্যাচটা জীবন-মরণ লড়াই নয় বলে দাবি করেছেন তিনি। তবে ঘরের মাঠে ইউনাইটেডের বাজে ফর্মের জন্য খেলোয়াড়দের কড়া সমালোচনা করেছেন মরিনহো, "ঘরের মাঠে খেলতে চাপ অনুভব করেন? তাহলে আপনার আসলে ঘরে থাকা উচিত। ঘর মানে স্টেডিয়ামের ঘর না। ঘর মানে ঘর, মানে বাসায় থাকা উচিত আর বসে বসে টিভিতে খেলা উচিত।
"ঘরের মাঠের চেয়ে বাইরে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করলে সেটা ঘরের সমর্থকদের অসম্মান করা হবে। ঘরের মাঠের চেয়ে অ্যাওয়ে গ্রাউন্ডে খেলতে পছন্দ করব বেশি- এই কথা তাই আমি বলব না। ইয়াং বয়জের সঙ্গে খেলতে বার্নে যাওয়া ভালো নাকি এখানে? অবশ্য এখানে। সবসময়।"
এই মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের খেলা দুই ম্যাচেই তারা দেরি পৌঁছেছিল মাঠে। ভ্যালেনসিয়ার বিপক্ষে খেলা শুরু হয়েছিল নির্ধারিত সময়ের ৫ মিনিট পর। ইয়াং বয়েজের সঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে হোটেল বদলেছে ইউনাইটেড, মরিনহোই জানাচ্ছেন সেটা। "আমরা হোটেল বদলানোর সিদ্ধান্ত নিয়েছি। ম্যানচেস্টার সিটি সেন্টার থেকে রওনা হচ্ছি না এবার আমরা, মাঠ থেকে মাত্র কয়েক মিনিট দূরত্বের একটি হোটেলে আছি আমরা।"
সমালোচনা করলেও অবশ্য নিজের খেলোয়াড়দের ওপরই ভরসা রাখছেন মরিনহো। খেলোয়াড়দের জয়ের ইচ্ছা নেই, এমন গুজব উড়িয়েই দিয়েছেন তিনি। "আমি অনুশীলনে দেখি সবাই তার সেরাটা দিচ্ছে। জয়ের ইচ্ছায় ঘাটতি আছে এই কথা একদমই সত্যি না। বর্তমান অবস্থার জন্য আমরা সবাই হতাশ, কিন্তু আমাদের ক্লাবের জন্য লড়াই করতে হবে। তারা সবাই যোদ্ধা।"