পিকে বললেন 'অনুশীলন করা', মেসি বললেন 'মিথ্যা কথা'
গোলটা হয়ে গিয়েছিল কেউ কিছু বুঝে ওঠার আগেই। বক্সের বাইরে থেকে ফ্রিকিক পেয়েছিলেন লিওনেল মেসি, লক্ষ্যভ্রষ্ট হয়ে বাইরে দিয়েই চলে যেত তা। কিন্তু বক্সের ভেতরে কীভাবে যেন তাতে পা লাগিয়ে দেন জেরার্ড পিকে। পিএসভি গোলরক্ষক হতভম্ব হয়ে দেখলেন, বল জড়িয়ে যাচ্ছে জালে। ম্যাচ শেষে পিকে বলেছেন, গোলটা তারা অনুশীলন করে পেয়েছেন। তবে মেসি বেরসিকের মতো বলে দিয়েছেন, ওই গোলটা পাকেচক্রে পাওয়া, পিকের কথাটা মিথ্যা।
৭১ মিনিটের ওই গোলেই এগিয়ে যায় বার্সা। ম্যাচ শেষে পিকের কাছে জানতে চাওয়া হয়েছিল ওই গোলটা কীভাবে হলো। হাসতে হাসতেই বললেন, অনুশীলন করেই তা পেয়েছেন। তবে মেসি সেই রসিকতায় পানি ঢেলে দিয়ে বললেন, এটা আসলে ভাগ্যক্রমে হয়ে গেছে। ফ্রিকিকটা বাজে ছিল, তাতে মেসির কোনো কৃতিত্ব ছিল না। আর অনুশীলন করা নয়, পিকে মিথ্যা কথাই বলেছেন।
তবে যাই হোক, বার্সা গোলটা লুফেই নেবে। পুরো ম্যাচে যে পিএসভিই অনেক বেশি দাপুটে ছিল। ২০টির মতো সুযোগ তৈরি করেছে, তিনটি শট লেগেছে বারে। এত সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি, পায়নি চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ে যাওয়ার পর সান্ত্বনার জয়ও। শেষ পর্যন্ত বার্সার কাছে ২-১ গোলে হেরেই ছাড়তে হয়েছে মাঠ। মেসিও স্বীকার করেছেন, তারা প্রতিপক্ষকে বিশেষ করে প্রথমার্ধে অনেক বেশি সুযোগ দিয়ে দিয়েছেন। মেসিদের ভাগ্য ভালো, পিএসভি তা কাজে লাগাতে পারেনি।