কস্তাকে নিয়ে গর্বিত জুমা !
ডিয়েগো কস্তাকে নিয়ে এখন ফুটবলবিশ্বে তোলপাড়। আর্সেনালের সঙ্গে ম্যাচে কস্তা যা করেছিলেন, সেটাকে খেলোয়াড়ি চেতনার বিরোধী বলেই মনে করছেন ফুটবলবোদ্ধাদের অনেকে। ওই ম্যাচে মাঠ ছাড়ার সময় স্টামফোর্ড ব্রিজের দর্শকেরা দাঁড়িয়ে সম্মান জানিয়েছিল কস্তাকে, পরে হোসে মরিনহোও বলেছিলেন, "কস্তা যা করেছে সেটা ঠিকই ছিল। সেও আমার ম্যান অব দ্য ম্যাচ।" তারপরও কার্ট জুমার কথাটা চমক হয়েই এসেছে। চেলসি ডিফেন্ডার সরাসরি স্বীকার করেছেন, কস্তা সেদিন প্রতারণাই করেছিলেন। এবং সেটা নিয়ে চেলসির সতীর্থেরা গর্বিত।
ওইদিন আর্সেনালের লরেন্ত কসিয়েলনিকে কনুই দিয়ে মেরেও পার পেয়ে যান কস্তা। পরে গ্যাব্রিয়েল পলিস্তার সঙ্গে একদফা ঠোকাঠুকি হয়ে যায়। কস্তার উস্কানিতে পরে লাল কার্ড দেখতে হয় আর্সেনাল ডিফেন্ডারকে। এসব কিছু মনে করিয়ে দেওয়ার জুমা বিস্ময়করভাবে বললেন, "আমরা একদমই অবাক হইনি। আমরা তো জানি ও কীরকম। সে অনেক বেশি ছলচাতুরি করতে পছন্দ করে। এটা আসলে তার প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার একটা কৌশলই।" এরপর যেটা বলেছেন সেটা আরও বেশি অবাক করার মতো, "কস্তাকে দলে পেয়ে আমরা গর্বিত। ম্যাচটা জিততে পেরেও আমরা খুবই খুশি।"