• লা লিগা
  • " />

     

    মেসি সেরা তিনে না থাকায় বিস্মিত ভালভার্দে

    মেসি সেরা তিনে না থাকায় বিস্মিত ভালভার্দে    

     

    ব্যালন ডি অর তাঁর হাতে উঠেছে পাঁচবার। সেই ২০০৬ সাল থেকে প্রতিবারই এই পুরস্কারের সেরা তিনে থেকেছেন লিওনেল মেসি। শোনা যাচ্ছে, এবার হয়ত ব্যালন ডি অর পোডিয়ামে থাকা হচ্ছে না মেসির। বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভার্দে বলছেন, মেসির সেরা তিনে না থাকার খবরটা তাঁকে বিস্মিত করেছে।

    আগামীকাল ফ্রান্স ফুটবল এবারের ব্যালন ডি অরের সেরাদের তালিকা দেবে। তালিকা প্রকাশের আগেই গুঞ্জন উঠেছে, সেরা তিনে থাকছেন না মেসি। লুকা মদ্রিচ, ক্রিশ্চিয়ানো রোনালদো ও আতোইন গ্রিজমান থাকছেন এই ট্রফি জেতার লড়াইয়ের সেরা তিনে। গুঞ্জন সত্যি হলে ১২ বছর পর ব্যালন ডি অরের পোডিয়াম পজিশনে থাকা হবে না মেসির।

    মেসিকে ছাড়া ব্যালন ডি অরের সেরা তিন কল্পনাই করতে পারছেন না ভালভার্দে, ‘সবার মতো আমিও অবাক। আগের মৌসুমে সে দুর্দান্ত খেলেছে। এই মৌসুমের প্রথম, দ্বিতীয় ও পঞ্চম রাউন্ডের ফিক্সচারের পর মেসিকে চ্যাম্পিয়নস লিগের সেরা ফুটবলার ঘোষণা করা হয়েছে। তৃতীয় ও চতুর্থ রাউন্ডে সে ইনজুরির জন্য খেলেনি। এটা তো খোদ ইউয়েফাই ঘোষণা করেছে! সে ব্যালন ডি অরের সেরা তিনে থাকবে না, এটা ভাবাই যায় না।’

    রাশিয়া বিশ্বকাপের সেরা ফুটবলার লুকা মদ্রিচই জিতবেন ব্যালন ডি অরের এবারের পুরস্কার, ধারণা করা হচ্ছে এমনটাই। মেসি সেরা তিনে না থাকায় অখুশি হলেও পুরস্কারজয়ী ফুটবলারের প্রতি আগাম শুভকামনা ভালভার্দের, ‘যারা সেরা তিনে থাকবে ও পুরস্কার যেই জিতবে, তাঁকে আগাম অভিনন্দন। তবে শেষ পর্যন্ত মেসির না থাকাটা আমাকে অবাকই করে যাবে।’

    এদিকে লা লিগায় গত সপ্তাহে সেভিয়ার কাছে শীর্ষস্থান হারিয়েছে বার্সেলোনা। আজ পয়েন্ট তালিকার ১৭তম স্থানে থাকা ভিয়ারিয়ালের মুখোমুখি হবে কাতালানরা। ম্যাচ জিতে শীর্ষে ফেরার প্রত্যয় ভালভার্দের, ‘লিগের শীর্ষে ফিরতে চাই, এজন্য জয়ের বিকল্প নেই। সমালোচনা সবসময়ই থাকবে, এটা নতুন কিছু না। আমি শুধু জয় নিয়েই ভাবছি, সাথে ফুটবলারদের ইনজুরি নিয়ে।’