তিন ম্যাচ নিষিদ্ধ কস্তা ?
ম্যাচ যখন আর্সেনালের বিপক্ষে তখন ‘দ্য ব্লুজ’দের মধ্যে উত্তেজনা কাজ করবেই। আর এটাই স্বাভাবিক। কিন্তু, গত ম্যাচে চেলসি স্ট্রাইকার কস্তার ভিতর উত্তাপ বুঝি একটু বেশিই কাজ করছিলো। প্রথমার্ধের শেষ দিকে কসিয়েলনিকে কনুই মেরেও পার পেয়ে যান। পরে গ্যাব্রিয়েলের সাথেও বিবাদে জড়িয়ে পড়েন। ফলে কস্তা-গ্যাব্রিয়েল দু’জনকেই হলুদ কার্ড দেখান রেফারি। তবে গ্যাব্রিয়েল তখনো তর্ক থামাতে পারেন নি। এবং এক পর্যায়ে পিছন দিক থেকে কস্তাকে লাথি মেরে বসেন। ঘটনার কাছেই ছিলেন ম্যাচ রেফারি। তিনি এবার গ্যাব্রিয়েলকে লাল কার্ড দেখিয়ে বের করে দেন।
তবে প্রথমার্ধে এক হলুদ কার্ড পেয়ে বেঁচে যাওয়া কস্তা তখনো থামেন নি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ঝগড়ায় জড়ান অক্সলেড চেম্বারলিনের সাথে। তবে রেফারি এ পর্যায়েও কস্তাকে কিছু বলেন নি। হলুদ কার্ড দেখালেন চেম্বারলিনকেই। ফলে প্রথমার্ধে দেখা এক হলুদ কার্ড নিয়েই মাঠ ছাড়েন লন্ডন ডার্বির মূল ‘ভিলেন’। আর এ নিয়েই ফুটবলবিশ্বে ক’দিন ধরে চলেছে তীব্র সমালোচনা। অবশেষে কস্তার বিরুদ্ধে পদক্ষেপ নিলো ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
গতকাল ফুটবল অ্যাসোসিয়েশন কস্তাকে আক্রমণাত্মক আচরণের জন্য অভিযুক্ত করেছে। এখন তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন চেলসি স্ট্রাইকার। আর্সেনাল সেন্টার ব্যাক কসিয়েনলিকে আঘাত করাটাই শাস্তির মূল কারণ বলে উল্লেখ করেছে এফ.এ.। ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে শাস্তির বিরুদ্ধে কস্তার আপিল করার সুযোগ রয়েছে। এদিকে গানার লাল কার্ড পাওয়া গ্যাব্রিয়েলকেও আক্রমণাত্মক আচরণের জন্য দোষী করা হয়। অন্যদিকে আরেক লাল কার্ড পাওয়া ক্যাজোরলাকে সতর্ক করে দেয়া হয়েছে। তাছাড়া দুই ক্লাবকেই নিজেদের খেলোয়াড়দের নিয়ন্ত্রণে না রাখতে পারার ব্যর্থতায় দায়ী করেছে এফএ।