• লা লিগা
  • " />

     

    ক্লাব বাঁচাতে পিকের কাছে আকুতি!

    ক্লাব বাঁচাতে পিকের কাছে আকুতি!    

     

    গত সপ্তাহেই তিনি বলেছিলেন, একটি ক্লাব কেনার পরিকল্পনা রয়েছে তাঁর। বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকের এই কথাতেই আশার আলো দেখছে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব রয়েস দেপর্তি। দেউলিয়া হয়ে যাওয়া ও অবনমনের হাত থেকে বাঁচতে পিকের সাহায্য চেয়েছে ক্লাবটি।

    এই মুহূর্তে দ্বিতীয় বিভাগের ২০তম স্থানে আছে রয়েস দেপর্তি। ১৬ ম্যাচে তাদের জয় মাত্র ৩টিতে। অবনমনের শঙ্কার সাথে যোগ হয়েছে ক্লাবের আর্থিক দুরবস্থা। অনেক মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না ফুটবলার ও কর্মচারীরা। ক্লাব কর্তৃপক্ষ এখন দেউলিয়া হওয়ার মুখোমুখি। এরকম অবস্থা চলতে থাকলে সামনে বড় বিপদ অপেক্ষা করছে তাদের জন্য। আগামী ৫ ডিসেম্বরের মাঝে পাওনাদারদের পাঁচ মিলিয়ন ইউরো ফেরত দিতে হবে দেপর্তিকে। সেটা না হলে তাদের অভিযোগের কারণে সময়ের আগেই অবনমনে পড়তে হবে তাদের।

    এই অবস্থায় কোনো কূল কিনারা না পেয়ে দেপর্তি শরণাপন্ন হয়েছে পিকের। তাঁরা পিকের কাছে আবেদন করেছে, তাঁর কোম্পানি কসমস ইনভেস্টমেন্ট গ্রুপ যেন দেপর্তির পাওনাদারের টাকা ফেরত দিতে সাহায্য করে। একই সাথে ফুটবলার ও কর্মকর্তাদের বেতন পরিশোধ করার মতো টাকাও যেন ক্লাব প্রেসিডেন্ট হুয়ান অলিভারকে দেন।

    অলিভিয়ার একটা সময় বার্সেলোনার পরিচালকও ছিলেন। তাঁর সাথে ভালো সম্পর্ক থাকায় ক্লাব বাঁচাতে এগিয়ে আসবেন পিকে, দেপর্তির সবাই প্রার্থনা করছেন এমনটাই। পিকে অবশ্য এখনো এই ব্যাপারে মুখ খোলেননি।