বাঁধভাঙ্গা সেই উদযাপনের জন্য ক্ষমা চাইলেন ক্লপ
যেকোনো সময় শেষ বাঁশি বাজাবেন রেফারি। ঠিক ওই মুহূর্তে এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের ভুলে গোল করে লিভারপুলকে দারুণ এক জয় এনে দিলেন ডিভোক অরিগি। ৯৫ মিনিটে করা অরিগির গোলের পর ডাগআউট থেকে ছুটে গিয়ে গোলরক্ষক অ্যালিসন বেকারের সাথে উদযাপনে মেতে ওঠেন লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ। তাঁর এই উদযাপনে খুশি ছিলেন না এভারটনের কেউই। ম্যাচ শেষে ক্লপ জানালেন, ওই উদযাপনের জন্য এভারটন কোচ মার্কো সিলভার কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
বল পোষ্টের ওপর দিয়েই চলে যেত, পিকফোর্ডের কারণে সেটা অরিগির কাছে আসে। পোষ্টের সামনে দাঁড়ান অরিগি গোল করতে ভুল করেননি। শেষ মুহূর্তে এই গোল পেয়ে উল্লাসে ফেটে পড়ে পুরো লিভারপুল ডাগআউট। সেখান থেকে বেকারের দিকে ছুটে আসেন ক্লপ, তাঁর সাথে উদযাপন করে আবার ফিরে যান নিজের জায়গায়। শেষ মিনিটে গোল হজম করার পর ক্লপের এই উদযাপন একদমই মানতে পারছিলেন না এভারটনের ফুটবলার ও কর্মকর্তারা।
ওই বাঁধভাঙ্গা উদযাপনের জন্য সিলভার কাছে ক্ষমাও চেয়েছেন ক্লপ, ‘ম্যাচ শেষে যখন আমরা দুজন কথা বলছিলাম, তখনই তাঁর কাছে ওই উদযাপনের জন্য ক্ষমা চেয়েছি। আমি বলেছি, তাঁকে ও এভারটনকে অনেক বেশি সম্মান করি আমি। তাঁরা দারুণ একটা দল।’
এদিকে এভারটন কোচ সিলভা বলছেন, তিনি নাকি ক্লপের ওই উদযাপন খেয়ালই করেননি, ‘তিনি তো আমার কাছে ক্ষমা চাননি। সত্যি বলতে ওই উদযাপনটা আমি দেখিইনি! তাঁর ওই উদযাপনে আমাদের অসম্মান করা হয়েছে কিনা সেটাও এজন্য বলতে পারছি না। পরবর্তীতে উদযাপনের ভিডিও দেখলে বুঝতে পারব।’
ওই উদযাপনটা করে কিন্তু বেশ ঝামেলার মাঝেই পড়লেন ক্লপ। তাঁকে ও লিভারপুলকে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সামনে ব্যাখ্যাও দিতে হতে পারে এটার জন্য।