মরিনহোকে হারাতে না পারাটাই কাল হলো হিউজের
প্রিমিয়ার লিগে সর্বশেষ ১০ ম্যাচে একটিতেও জয় নেই সাউদাম্পটনের। ২০১৮-১৯ মৌসুমে মার্ক হিউজের অধীনে নিজেদের মাঠ সেন্ট মেরিজ স্টেডিয়ামে একবারও জয়ের মুখ দেখেনি তারা। ১৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮ নম্বরে আছে ‘সেইন্টস’রা। স্বভাবতই হিউজের ওপর চাপটা ছিল পর্বতসম। গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ড্র করার পর ধৈর্যেরও বাঁধ ভেঙ্গে গেছে সাউদাম্পটন বোর্ডের। দায়িত্ব নেওয়ার মাত্র ১০ মাস পরই বরখাস্ত হয়েছেন সাবেক ম্যানচেস্টার সিটি কোচ। শেষ পর্যন্ত হোসে মরিনহোর বিপক্ষে জিততে না পারাটাই কাল হয়ে দাঁড়াল হিউজের।
নিজেদের মাঠে গতকাল ইউনাইটেডের বিপক্ষে ড্র করলেও একটা সময় ঠিকই ২-০ গোলে এগিয়ে ছিল সাউদাম্পটন। কিন্তু শেষ পর্যন্ত রোমেলু লুকাকু এবং অ্যান্ডার হেরেরার গোলে ড্র নিয়েই ফিরেছে ইউনাইটেড। টেবিলের একেবারে তলানিতে থাকার সময় এমন জয় হাতছাড়া হওয়ায় শেষমেশ চাকরিটাই হারালেন হিউজ।
এক বিবৃতিতে সাউদাম্পটন জানায়, 'হিউজকে আমরা তাঁর প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই। সেই সাথে নতুন কোচ খুঁজছে সাউদাম্পটন। আপাতত সহকারী কোচ কেলভিন ডেভিস আমাদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে থাকবেন।' সাউদাম্পটনের হয়ে ২৭ ম্যাচে ম্যানেজার ছিলেন হিউজ, জয় পেয়েছেন মাত্র ৫টিতে।