এই মৌসুমেই চ্যাম্পিয়নস লিগে আসছে ভিএআর
আভাসটা পাওয়া গিয়েছিল আগেই। আগামী মৌসুমে নয়, ভিএআর আসতে পারে চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে, এমনটাই জানিয়েছিলেন ইউয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন। শেষ পর্যন্ত তাঁর কথাই সত্যি হলো, চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমের শেষ ১৬ থেকেই থাকছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পদ্ধতি।
রাশিয়া বিশ্বকাপে ব্যবহার হয়েছিল ভিএআর, সুফলও পাওয়া গিয়েছিল এটার। এরপর লা লিগা, সিরি আ, বুন্দেসলিগার মতো বড় ইউরোপিয়ান লিগেও সাহায্য নেওয়া হচ্ছে ভিএআরের। এর ফলে রেফারিদের ভুলের সংখ্যাও অনেকটা কমে এসেছে। কোচ ও ফুটবলারদের অনেকদিনের দাবি ছিল, চ্যাম্পিয়নস লিগেও যেন ভিএআর আনা হয়।
তাদের দাবি মেনে নিয়েছে ইউয়েফা। সেফেরিন বলছেন, ইউয়েফা এখন চ্যাম্পিয়নস লিগে ভিএআর ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত, ‘কিছুদিন আগে পরিকল্পনা ছিল ভিএআর আনা হবে সামনের মৌসুমে। তবে সবার মতামত শুনে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, এই মৌসুমে ভিএআর আনলে সেটা টুর্নামেন্টের জন্যই ভালো। এটা রেফারিদের আরও বেশি সাহায্য করবে ম্যাচ পরিচালনায়। তাদের ভুল সিদ্ধান্তগুলোকে শুধরাতেও সাহায্য করবে।’
আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ এর ম্যাচ। সেখানেই দেখা যাবে ভিএআরের ব্যবহার। বিশ্বকাপ ও ইউরোপের বিভিন্ন লিগে সাফল্য পাওয়া এই পদ্ধতি চ্যাম্পিয়নস লিগে কতটা সাফল্য বয়ে আনবে, সেটা জানা যাবে আর দুইমাস পরেই।