• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ফিফার কাছ থেকে সবচেয়ে বেশি অর্থ পেল ম্যান সিটি

    ফিফার কাছ থেকে সবচেয়ে বেশি অর্থ পেল ম্যান সিটি    

    বিশ্বকাপের সময় খেলোয়াড়দের বিরতি দেওয়ায় ক্লাবগুলোকে অর্থ প্রদান করেছে ফিফা। সবচেয়ে বেশি অর্থ গেছে ম্যানচেস্টার সিটির পকেটে। সিটিজেনদের দলের বেশিরভাগ খেলোয়াড়ই ছিলেন বিশ্বকাপে।  ৬৩ দেশের মোট ৪১৬ টি ক্লাবকে এই অর্থ পুরস্কার দিয়েছে ফিফা। 

    বিশ্বকাপের জন্য টাকা পাওয়া ক্লাবগুলোর তালিকায় ম্যানচেস্টার সিটির পর দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। ফিফার পক্ষ থেকে প্রতি খেলোয়াড়ের ৭১ লাখ টাকা করে দেওয়া হয়েছে ক্লাবগুলোকে। সিটিজেনরা পেয়েছে ৪১ কোটি টাকারও বেশি, আর রিয়াল মাদ্রিদ প্রায় ৪০ কোটি। রিয়ালের মতো শীর্ষে পাঁচে আছে বার্সেলোনাও, তারা পেয়েছে ৩৪ কোটি টাকা। বার্সার এক ধাপ ওপরে থাকা টটেনহাম হটস্পার ৩৬ কোটি ও একধাপ নিচে থাকা পিএসজির ব্যাংক ব্যালেন্সে যোগ হয়েছে ৩২ কোটি টাকা। 

    শীর্ষ দশে থাকা ক্লাবগুলোর মধ্যে আছে যথাক্রমে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাটলেটিকো মাদ্রিদ, জুভেন্টাস ও মোনাকো। গত বিশ্বকাপের চেয়ে অন্তত ২০০ শতাংশ বেশি অর্থ প্রদান করেছে এবার ফিফা।