• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    নাটকীয় ফাইনালে কোপা লিবার্তোদোরেস জিতল রিভার প্লেট

    নাটকীয় ফাইনালে কোপা লিবার্তোদোরেস জিতল রিভার প্লেট    

     

    রেফারি শেষ বাঁশি বাজানোর সাথে সাথে আবেগে মাটিতে শুয়ে পড়লেন রিভার প্লেট ফুটবলাররা, একে অন্যকে জড়িয়ে ধরে রীতিমত কান্নায় ভেঙে পড়েছিলেন অনেকেই। এমন আবেগি হওয়াটাই হয়ত স্বাভাবিক, এতকিছু ঘটে যাওয়ার পর যে ফাইনাল জিতেছেন তাঁরা! একদিনে যখন বোকা ফুটবলারদের ওপর জেঁকে বসেছে রাজ্যের হতাশা, অন্যদিকে রিভার প্লেট ডাগআউটে তখন শিরোপা জয়ের বাঁধভাঙ্গা উল্লাস। সান্তিয়াগো বার্নাব্যুতে বহুল প্রতীক্ষিত সেই ফাইনালের দ্বিতীয় লেগে পিছিয়ে পড়েও অতিরিক্ত সময়ে বোকাকে ৩-১ গোলে হারিয়েছে রিভার প্লেট। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে জিতে চতুর্থবারের মতো কোপা লিবার্তোদোরেসের শিরোপা ঘরে তুলল রিভার প্লেট।

    এক ফাইনাল নিয়ে কত কান্ডই না হলো। কোপা লিবার্তোদোরেসের ফাইনালের দ্বিতীয় লেগ হওয়ার ছিল রিভার প্লেটের মাঠে। ফাইনাল খেলতে সেখানে পৌঁছে গিয়েছিল বোকার ফুটবলাররাও। স্টেডিয়ামে ঢোকার আগে তাদের বাসে হামলা করে রিভার প্লেট সমর্থকরা। সেই হামলায় আহত হন বেশ কয়কেজন বোকা জুনিয়র্স ফুটবলার। শেষ মুহূর্তে স্থগিত করা হয় ফাইনালের দ্বিতীয় লেগ। কয়েক দফা পেছানোর পর সিদ্ধান্ত হয়, আর্জেন্টিনাতে নয়, ফাইনালটা হবে রিয়ালের স্টেডিয়াম বার্নাব্যুতেই। এই ঘোষণার পর প্রথমে সেখানে খেলতে আপত্তি জানায় রিভার প্লেট। শেষ পর্যন্ত অবশ্য তাঁরা সেখানে খেলতে রাজি হয়।

                                  আরও পড়ুনঃ আবার পেছাল কোপা লিবার্তোদোরেসের ফাইনাল

    ফাইনালের দ্বিতীয় লেগ খেলতে নেমে প্রথম ধাক্কাটা খেয়েছিল রিভার প্লেটই। ৪৪ মিনিটে বোকাকে এগিয়ে দেন দারিও বেনেডেটো। দারুণ এক পাল্টা আক্রমণে গোল পান তিনি। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে সমতায় ফেরে রিভার প্লেট। ইগনাশিও ফার্নান্দেজের পাসে বল জালে জড়ান লুকাস প্রাতো। নির্ধারিত সময়ে দুই দলের কেউই আর গোল করতে পারেনি। খেলা তাই গড়ায় অতিরিক্ত সময়ে।

     

     

    ৯২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বোকার উইলমার ব্যারিওরস। এই সুযোগটাই নিয়েছেন রিভার প্লেট ফরোয়ার্ডরা। ১০৯ মিনিটে গোল করে রিভার প্লেটকে এগিয়ে দেন হুয়ান কুইনটেরো। ম্যাচে ফিরতে মরিয়া বোকার নয় জনই চলে যান আক্রমণভাগে, কিছু মুহূর্তে তো গোলরক্ষকও উঠে গিয়েছিলেন আক্রমণভাগে! ১২০ মিনিটে বোকার লিওনার্দো জারার শট বারপোস্টে লেগে ফিরলে তাদের আর ম্যাচে ফেরা হয়নি। উল্টো ১২০ মিনিটে পাল্টা আক্রমণ থেকে বোকার কফিনে শেষ পেরেক ঠুকে দেন গঞ্জালো মারটিনেজ। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানের জয় নিয়েই শিরোপা জেতে রিভার প্লেট।

    কোপা লিবার্তোদোরেসের ৫৮ বছরের ইতিহাসে এই প্রথমবার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। বোকা জুনিয়র্স-রিভার প্লেটের ফাইনালটা যে উত্তাপ ছড়াবে, সেটা ধারণা করা হয়েছিল আগেই। তবে সেটা যে এতদূর গড়াবে, তা হয়ত দুই দলের কেউই ভাবেননি। ২০১৫ সালের পর আবার এই টুর্নামেন্ট জিতল রিভার প্লেট। ফাইনাল শেষ হলেও এর রেশটা আর্জেন্টাইন ফুটবলে থেকে যাবে আরও বেশ কিছুদিন।