বার্নাব্যুতে তারার মেলা
বহু নাটকের পর কোপা লিবার্তোদোরেসের ফাইনালের দ্বিতীয় লেগ আয়োজন করা হয়েছিলেন রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। রিভার প্লেট-বোকা জুনিয়র্সের ম্যাচটি দেখেতে কাল স্টেডিয়ামে এসেছিলেন হাজারো দর্শক। শুধু দুই ক্লাবের সমর্থক কিংবা মাদ্রিদের সাধারণ দর্শক নয়, মাঠে উপস্থিত ছিলেন ফুটবল বিশ্বের নামীদামী অনেক নাম। বার্সেলোনার লিওনেল মেসিসহ বার্নাব্যুতে ফাইনাল দেখতে এসেছিলেন একঝাক তারকা।
মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো একসাথে বসে বার্নাব্যুর ফাইনাল দেখবেন, গত সপ্তাহে শোনা যাচ্ছিল এমনটাই। শেষ পর্যন্ত সাবেক ক্লাবের মাঠে আসবেন না বলেই জানানো হয় রোনালদোর পক্ষ থেকে। মেসি কিন্তু ঠিকই এসেছেন স্টেডিয়ামে, ছেলেকে নিয়ে ভিআইপি বক্সে বসেই পুরো ম্যাচ উপভোগ করেন তিনি। তার সাথে ছিলেন বার্সার জর্ডি আলবা ও সার্জিও বুসকেটস।
বার্নাব্যুতে এসেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের আঁতোইন গ্রিজমান, ডিয়েগো গোডিন ও কোচ ডিয়েগো সিমিওনে। ফাইনাল দেখতে এসেছিলেন জুভেন্টাসের পাউলো দিবালা, লিওনার্দো বনুচ্চি ও জর্জিও কিয়েলিনি। সাবেক ইন্টার মিলান ডিফেন্ডার হাভিয়ের জানেত্তিও এসেছিলেন ফাইনাল দেখতে, এসেছিলেন তার সতীর্থ এস্তেবান ক্যাম্বিয়াসো। ইন্টার স্ট্রাইকার মাউরো ইকার্দিও নিজের স্ত্রীর সাথে বসে খেলা দেখেছেন।
বার্নাব্যুতে দেখা গেছে সাবেক রিয়াল মিডফিল্ডার হামেস রদ্রিগেজকেও। ছিলেন সাবেক নেদারল্যান্ডসের সাবেক মিডফিল্ডার ওয়েসলি স্নাইডার, আর্জেন্টিনা জাতীয় দলের মিডফিল্ডার ফুনেস মোরিসহ অনেকেই।
জমজমাট এক লড়াই দেখতে বার্নাব্যুতে বসেছিল তারার মেলা। ফাইনালটা তাদের প্রত্যাশাও পূর্ণ করতে পেরেছে। রোমাঞ্চকর এক লড়াইয়ে অতিরিক্ত সময়ে গিয়ে শিরোপা জিতেছে রিভার প্লেট।