২২ বছর বয়সেই অবসরের কথা ভাবছেন কোমান!
বয়স তাঁর মাত্র ২২। বয়সে তরুণ হলেও এরই মাঝে জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখের হয়ে কিংসলে কোমান জিতেছেন বহু ট্রফি। কিন্তু এই অল্প বয়সেই ক্যারিয়ারটা শেষ হয়ে যেতে পারে কোমানের।ইনজুরির সাথে লড়াই করতে করতে ক্লান্ত কোমান বলছেন, আবার ইনজুরিতে পড়লে ফুটবলকে বিদায় জানাবেন।
ইনজুরি যেন কোমানের চরম শত্রু। পাঁচ বছরের ক্যারিয়ারে বহুবার ইনজুরিতে পড়েছেন। ২০১৫ সালে জুভেন্টাস ছেড়ে বায়ার্ন মিউনিখে আসার পর ইনজুরির প্রকোপটা বেড়েছে কয়েকগুণ। গত মৌসুমে গোড়ালির ইনজুরির কারণে সব মিলিয়ে ১৬টি ম্যাচ মিস করেছিলেন কোমান। এই ইনজুরি শেষ করে দিয়েছিল ফ্রান্সের হয়ে তাঁর বিশ্বকাপ খেলার স্বপ্নও।
এই মৌসুমের শুরুতে সুস্থ হয়ে বায়ার্নের হয়ে মাঠে নেমেছিলেন কোমান। কিন্তু বিধিবাম, আগস্টে হফেনহেইমের বিপক্ষে ম্যাচে আবার সেই গোড়ালিতেই চোট পান এই ফরাসি মিডফিল্ডার। প্রায় চার মাস মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে, মিস করেছেন ১৫টি ম্যাচ। ডিসেম্বরের এক তারিখে ব্রেমেনের বিপক্ষে ম্যাচ দিয়ে খেলায় ফিরেছেন তিনি।
ইনজুরির সাথে লড়তে লড়তে ক্লান্ত কোমান, ‘খুব কঠিন একটা বছর গেছে। আর কখনোই ইনজুরিতে পড়তে চাইনা। ইনজুরিতে যখন পড়েছিলাম, মনে হয়েছিল আমার পৃথিবী যেন থমকে গেছে। কারণ আমার ক্যারিয়ারের একটাই লক্ষ্য ছিল, বিশ্বকাপ খেলা। ইনজুরির জন্য সেটাই হয়নি। যথেষ্ট হয়েছে, আর না! আর অস্ত্রোপচার করতে ইচ্ছুক নই আমি। এরকম পরিস্থিতি আসলে আমি ফুটবল ছেড়ে অন্যকিছু করব।’
শত হতাশার মাঝেও অবশ্য পুরোপুরি সুস্থ হয়ে ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন কোমান, ‘এখন যে পর্যায়ে আছি, এতেই আমি খুশি। যদি এই মৌসুমে পুরোপুরি সুস্থ হয়ে খেলে যেতে পারি, তাহলে আমার চেয়ে সুখী মানুষ আর কেউ হবে না।’