• সিরি আ
  • " />

     

    জুভেন্টাসের সতীর্থরাই সেরা: রোনালদো

    জুভেন্টাসের সতীর্থরাই সেরা: রোনালদো    

     

    ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি খেলেছেন পাঁচ বছর। ২০০৯ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো ইউনাইটেড ছেড়ে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। সেখানে তিনি কাটিয়েছেন প্রায় নয় বছর। এই মৌসুমের শুরুতেই রিয়াল ছেড়ে জুভেন্টাসে এসেছেন সিআর সেভেন। মাত্র কয়েক মাস জুভেন্টাসে খেলেই রোনালদো বলছেন, এখানকার সতীর্থরা অন্য সব ক্লাবের চেয়ে সেরা।

    জুভেন্টাসে অনেক সুখেই আছেন, জানালেন রোনালদো, ‘এখানে সময়টা দারুণ কাটছে। শহরটা অনেক সুন্দর, আমি দারুণ সুখী জুভেন্টাসে। জুভেন্টাসের সমর্থকরাও আমাকে আপন করে নিয়েছে। ক্লাবের সবাই খুবই ভালো, সবাই অনেক পরিশ্রম করেন। আমি এখন পর্যন্ত যাদের সাথে খেলেছি তাদের মাঝে জুভেন্টাসের সতীর্থরাই সেরা।’

    পর্তুগাল, ইংল্যান্ড ও স্পেনে খেলার অভিজ্ঞতা আছে রোনালদোর। তবে ইতালিতে সতীর্থরা অনেক বেশি ‘উদার মনের’, মানছেন রোনালদো, ‘জুভেন্টাসে আমরা একটা দল হয়ে খেলি। অন্য যেকোনো ক্লাবে অনেকেই ভাবেন যে তাঁরা অন্যদের চেয়ে সেরা। এখানে সবাই অনেক উদার মনের। যদি দিবালা ও মানজুকিচ গোল নাও পায়, তাও তাদের একইরকম আনন্দিত দেখা যায়। এটা দারুণ একটা ব্যাপার।’

    রোনালদোর কথা শুনে হয়ত সাবেক ক্লাবের সতীর্থরা একটু মনঃক্ষুণ্ণই হবেন!