শততম জয়ের মাইলফলক ছুঁলেন ক্যাসিয়াস
চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার তিনি। টানা ২০ মৌসুমে মাঠে নামার রেকর্ডও পোর্তো গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের দখলে। এবার চ্যাম্পিয়নস লিগে আরেকটি মাইলফলক ছুঁলেন ক্যাসিয়াস। কাল গ্রুপ পর্বের ম্যাচে গ্যালাতাসারেইয়ের বিপক্ষে পোর্তোর জয়ে চ্যাম্পিয়নস লিগে নিজের ১০০তম জয় পেয়েছেন তিনি। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে এই কীর্তি গড়লেন ক্যাসিয়াস।
মাত্র ১৮ বছর বয়সে চ্যাম্পিয়নস লিগে অভিষেক হয়েছিল ক্যাসিয়াসের। ১৯৯৯ সালে যখন প্রথমবারের মতো মাঠে নামেন ক্যাসিয়াস, তখন তিনিই ছিলেন টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বয়সে খেলতে নামা গোলরক্ষক। তাঁর এই রেকর্ড অবশ্য ২০১৭ সালে ভেঙেছেন বেনফিকার মাইল সিভিলার। তবে সর্বকনিষ্ঠ গোলরক্ষক হিসেবে চ্যাম্পিয়নস লিগ জেতার রেকর্ডটা এখনো ক্যাসিয়াসেরই রয়ে গেছে। ২০০০ সালে মাত্র ১৯ বছর বয়সে রিয়াল মাদ্রিদের হয়ে ট্রফি জিতেছিলেন। এরপর ২০০২ ও ২০১৪ সালে আরও দুইবার জিতেছেন এই শিরোপা।
গত ম্যাচেই ক্যাসিয়াস ছুঁয়েছিলেন চ্যাম্পিয়নস লিগে ১৭২ ম্যাচ খেলার মাইলফলক। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনি। এই মৌসুমে মাঠে নেমে গড়েছিলেন টানা বিশ মৌসুম খেলার রেকর্ড। কাল গ্যালতাসারেইয়ের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় পোর্তো। এই জয়ে চ্যাম্পিয়নস লিগে নিজের ২০ তম মৌসুমে এসে ১০০ তম জয়ের দেখা পেলেন ক্যাসিয়াস।
দুই সপ্তাহ আগে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১০০ জয়ের মাইলফলক ছুঁয়েছিলেন জুভেন্টাসের ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে এই কীর্তি গড়লেন ক্যাসিয়াস। শেষ পর্যন্ত সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটা কার দখলে থাকবে, সেটা সময়ই বলে দেবে।