• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    চ্যাম্পিয়নস লিগ শেষ ১৬-ড্র : কবে, কখন?

    চ্যাম্পিয়নস লিগ শেষ ১৬-ড্র : কবে, কখন?    

    চ্যাম্পিয়নস লিগের ২০১৮-১৯ মৌসুমের গ্রুপপর্বের শেষ রাউন্ড বুধবার। কাল রাতেই শেষ হয়েছে গ্রুপ পর্বের সব ম্যাচ। নির্ধারিত হয়ে গেছে কারা পরের রাউন্ডে উঠছে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ হিসেবে।

    ডিসেম্বরের ১৭ তারিখ, সোমবার বিকাল ৫ টায় হবে দ্বিতীয় রাউন্ডের ড্র। গ্রুপ চ্যাম্পিয়নরা খেলবে, গ্রুপ রানার আপদের বিপক্ষে। তবে একই দেশের দুই ক্লাব মুখোমুখি হবে না শেষ-১৬ তে। একই গ্রুপে থাকা দুইদলও দ্বিতীয় রাউন্ডে হবে না একে অন্যের প্রতিপক্ষ। 

    গ্রুপ চ্যাম্পিয়ন : বরুশিয়া ডর্টমুন্ড, বার্সেলোনা, এফসি পোর্তো, প্যারিস সেন্ট জার্মেই, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস। 
     
    গ্রুপ রানার আপ : অ্যাটলেটিকো মাদ্রিদ, টটেনহাম হটস্পার, লিভারপুল, শালকে, এএস রোমা, ম্যানচেস্টার ইউনাইটেড, আয়াক্স, লিঁও।  

    চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগ হবে ফেব্রুয়ারি মাসের ১২, ১৩ ও  ১৯, ২০ তারিখে। ফিরতি লেগ মার্চের ৫, ৬ ও ১২, ১৩ তারিখে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র এরপর হবে একইসঙ্গে। এবারের ফাইনাল হবে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে।