• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    জিদানকে প্রিমিয়ার লিগে যাওয়ার পরামর্শ ওয়েঙ্গারের

    জিদানকে প্রিমিয়ার লিগে যাওয়ার পরামর্শ ওয়েঙ্গারের    

    রিয়াল মাদ্রিদকে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানোর কয়েক ঘণ্টা পরেই ক্লাবকে বিদায় বলেছিলেন তিনি। জিনেদিন জিদানের সেই আকস্মিক বিদায়টা অবাক করেছিল সবাইকেই।রিয়ালের দায়িত্ব ছাড়ার পর আর কোনো ক্লাবের ডাগআউটে দেখা যায়নি জিদানকে। সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার মনে করেন, জিদানের যাওয়া উচিত প্রিমিয়ার লিগেই।

    রিয়ালের দায়িত্ব ছাড়ার পর জিদানকে নিয়ে অনেক গুঞ্জনই শোনা গেছে। অনেকেই ধারণা করছিলেন, হোসে মরিনহোর পরিবর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে পারেন তিনি। শেষ পর্যন্ত এরকম কিছু হয়নি, জিদানের এজেন্ট বলেছিলেন, ইংলিশ ক্লাবের দেওয়া প্রস্তাবে সন্তুষ্ট নন জিজু। ইংল্যান্ডে যাওয়ার ব্যাপারে আবারও জিদানকে পরামর্শ দিলেন ওয়েঙ্গার, ‘যদি আপনি সেরা লড়াইয়ের অংশ হতে চান, তাহলে ইংল্যান্ডেই যেতে হবে। প্রিমিয়ার লিগই একমাত্র লিগ যেখানে ছয়টি ক্লাব শিরোপার জন্য লড়ে। অন্য লিগে তো ডিসেম্বরেই বলে দেওয়া যায় কারা চ্যাম্পিয়ন হবে!’

    রিয়ালের মতো বড় ক্লাব ছেড়ে অন্য ক্লাবের দায়িত্ব নেওয়াটা জিদানের জন্য কঠিন হবে বলেই মানছেন ওয়েঙ্গার, ‘জিদান আসলে জটিল পরিস্থিতির মাঝে আছে। সে পৃথিবীর সবচেয়ে বড় ক্লাবের কোচ ছিল, এখন তো তাঁকে দ্বিতীয় বড় ক্লাবে যেতে হবে। এটাই তাঁর জন্য বড় সমস্যা। হয় তাঁকে একটা ক্লাবের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হতে হবে। নাহলে এমন একটা ক্লাবের কোচ হতে হবে যারা চ্যাম্পিয়নস লিগ জেতার সামর্থ্য রাখে।’

    শেষ পর্যন্ত জিদান কথায় যাবেন, সেটা জানা যাবে ভবিষ্যতেই। জিদানের পাশাপাশি নতুন ক্লাবের সন্ধানে আছেন ওয়েঙ্গারও।