• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    "মরিনহো কবে সরে দাঁড়াবেন?"

    "মরিনহো কবে সরে দাঁড়াবেন?"    

     

    রিয়াল মাদ্রিদে হোসে মরিনহো যুগের শেষ দিনগুলোতে দুজনের সম্পর্কটা হয়ে উঠেছিল বেশ শীতল। নিজের সাবেক কোচের সাথে কয়েকদিন ধরেই কথার লড়াইটা জমে উঠেছে ইকার ক্যাসিয়াসের। কিছুদিন আগে ক্যাসিয়াসকে ‘খোঁচা’ মেরে মরিনহো বলেছিলেন, ৩৭ বছর বয়সে এসে যার ক্যারিয়ার শেষের পথে, তাঁর পুরনো লড়াইয়ের কথা বলা উচিত না। কাল লিভারপুলের কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের হারের পর ক্যাসিয়াস একহাত নিলেন মরিনহোকে। ক্যাসিয়াস প্রশ্ন তুলেছেন, কোন মুহূর্তে একজন কোচের সরে দাঁড়ান উচিত, সেটা নিয়েও আলোচনা করা দরকার।

    কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ক্যাসিয়াস বলেছিলেন, যদি সুযোগ আসে তাহলে আবার রিয়ালে খেলার ওই সময়ে ফিরে গিয়ে মরিনহোর সাথে লড়াইয়ে নামতেন তিনি। পাল্টা জবাব দিয়েছিলেন মরিনহোও, ক্যারিয়ারের শেষের দিকে এসে ক্যাসিয়াসকে পুরনো লড়াইয়ের কথা না বলার পরামর্শ দিয়েছিলেন।

    এই মৌসুমটা একদমই ভালো কাটছে না মরিনহোর। কাল লিভারপুলের কাছে হেরে শিরোপা দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছে ইউনাইটেড, মরিনহো নিজেই স্বীকার করেছেন এবার আর লিগ জেতার সুযোগ নেই তাদের। ক্যাসিয়াস তাঁর টুইটে মরিনহোকে ইঙ্গিত করে লিখেছেন, তাঁর ক্যারিয়ার যদি শেষের দিকে থাকে তাহলে মরিনহোরও হয়ত ছাটাই হওয়ার সময় এসেছে, ‘পর্তুগিজ পত্রিকায় একজন বলেছিলেন, আমার মতো ৩৭ বছর বয়সীদের ক্যারিয়ার নাকি শেষ। কথাটার সাথে আমিও একমত। তবে সেই পত্রিকার কাছে আমারও একটা প্রশ্ন আছে। কোন মুহূর্তে একজন কোচের সরে দাঁড়ান উচিত?’

    মরিনহো নিশ্চয়ই ক্যাসিয়াসের এই টুইটের জবাব দেবেন।