বায়ার্নের মুখোমুখি হওয়ায় অস্বস্তিতে লিভারপুল: নয়্যার
চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের মাঠের লড়াইয়ের এখনো অনেক দেরি। তবে গতকাল বিকালে ড্রয়ের পরেই শুরু হয়ে গেছে কথার লড়াই। শেষ ষোলতে মুখোমুখি হবে গতবারের রানার্সআপ লিভারপুল ও বায়ার্ন মিউনিখ। বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার বলছেন, এই ড্রয়ের পর খুব একটা স্বস্তিতে নেই লিভারপুল।
গতবার চ্যাম্পিয়নস লিগে লিভারপুল ছিল দুর্দান্ত। মোহাম্মদ সালাহর দারুণ পারফরম্যান্সের সুবাদে ফাইনালে উঠেছিল ইউর্গেন ক্লপের দল। তবে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। এবার গ্রুপ পর্বে অনেক নাটকের পর গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে গেছে লিভারপুল। প্রিমিয়ার লিগেও তাঁরা আছে দারুণ ফর্মে, ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে লিভারপুলই এখন পয়েন্ট তালিকার শীর্ষে।
দারুণ ফর্মে থাকলেও বায়ার্নকে সামনে পেয়ে কিছুটা অস্বস্তিতেই পড়েছে লিভারপুল, ধারণা নয়্যারের, ‘তাঁরা এই মৌসুমে ভালো খেলছে, গতবার তাঁরা রানার্সআপও হয়েছিল চ্যাম্পিয়নস লিগে। কিন্তু আমাদের মুখোমুখি হওয়াতে তাঁরা অবশ্যই খুব একটা স্বস্তিতে নেই! লিভারপুল ভালো পাল্টা আক্রমণ করতে পারে ঠিকই, কিন্তু তাদের রক্ষণভাগ খুবই ভঙ্গুর। এটা আমরা আগেও দেখেছি। বায়ার্নের আক্রমণভাগের সামনে তাদের রক্ষণ কেমন দৃঢ়তার পরিচয় দেয় সেটাই দেখার অপেক্ষায় আছি।’
এদিকে বায়ার্ন কোচ নিকো কোভাচ অবশ্য বলছেন, লিভারপুলের চেয়ে কঠিন প্রতিপক্ষ আর কাউকে পেতেন না তাঁরা, ‘লিভারপুলই হয়ত আমাদের জন্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। তাঁরা গতবার ফাইনালে উঠেছিল, এখন প্রিমিয়ার লিগের শীর্ষেও আছে। চ্যাম্পিয়নস লিগেও তাঁরা অন্যতম ফেভারিট। তবে আমরাও ভালো খেলছি। দুই দলেরই সুযোগ আছে জেতার। দ্বিতীয় লেগ খেলতে বায়ার্নের মাঠে আসতে হবে লিভারপুলকে, এটা হয়ত তাঁরা মাথায় রাখছে। আমরা পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে আশাবাদী।’
আগামী ১৯ ফেব্রুয়ারি অ্যানফিল্ডে হবে লিভারপুল-বায়ার্নের প্রথম লেগের লড়াই।