গার্দিওলাকে পাশে পাচ্ছেন মরিনহো
বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ম্যানেজার থাকার সময় দুইজনের রেষারেষি পৌঁছেছিল চরমে। ইংল্যান্ডে অবশ্য সেই তুলনায় উষ্ণ সম্পর্ক ছিল পেপ গার্দিওলা ও হোসে মরিনহোর। দুইজনের সম্পর্কটা অবশ্য আরও অনেক পুরনো। বার্সেলোনার খেলোয়াড় থাকার সময় মরিনহোকে দলের সহকারি হিসেবে পেয়েছিলেন গার্দিওলা। দুই ম্যানেজারের সম্পর্ক যেমনই হোক, মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্তের খবর ব্যথিত করেছে গার্দিওলাকে। ম্যান সিটি ম্যানেজার জানিয়েছে এই দুঃসময়ে মরিনহোর পক্ষেই আছেন তিনি।
লিগ কাপে লেস্টার সিটিকে টাইব্রেকারে হারিয়ে সেমিফিনালে উঠেছে সিটি। ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, "আমি তাঁর পক্ষেই আছি। ম্যানেজার হিসেবে আমরা আসলে খুবই একা। ক্লাবগুলো সাফল্যের জন্য আমাদের সঙ্গে চুক্তি করে। কিন্তু যখন আপনি আর জিততে পারবেন না তখন তাঁর সঙ্গে কী হয় সেটা আমি ভালোমতোই জানি।
"আমি সবসময়ই বলি যেহেতু আমি একজন ম্যানেজার এসব ব্যাপার আমি খুব ভালো মতোই বুঝি। তাই এরকম সময়ে আমি তাদের পাশে থাকতে চাই, কারণ এই সময়টা খুবই একাকীত্বে কাটে, কাউকেই পাশে পাওয়া যায় না। তাই আমি পাশে দাঁড়াতে চাই। সব চাপ যেন আমাদের একার।
"মরিনহোর অভিজ্ঞতা অনেক। কোচ হিসেবে সে খুবই উঁচু মানের। আমি জানি সে আবারও ফিরবে। আশা করি খুব তাড়াতাড়ি আবারও তাঁর সঙ্গে ডাগ আউটে দেখা হবে।"