• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    বেলের হ্যাটট্রিকে হ্যাটট্রিক ফাইনালে রিয়াল

    বেলের হ্যাটট্রিকে হ্যাটট্রিক ফাইনালে রিয়াল    

    গ্যারেথ বেলের হ্যাটট্রিকে কাশিমা অ্যান্টলার্সকে ৩-১ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালের উঠেছে রিয়াল মাদ্রিদ। গত তিনবারের চ্যাম্পিয়নস লিগ জয়ীদের সামনে এখন তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপ জয়েরও হাতছানি। ফাইনালে আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে শনিবার খেলতে নামবে রিয়াল।

    ক্লাব বিশ্বকাপের ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেছেন বেল। যোগ দিয়েছেন একটা এলিট ক্লাবেও। সে ক্লাবে বেলের আগে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজ।

    সংযুক্ত আরব আমিরাতে অ্যান্টলার্সের বিপক্ষে মাত্র ১১ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূরণ করেছেন বেল। প্রথমার্ধের শেষ সময়ে করেন প্রথম গোল, এরপর ৫৩ আর ৫৫ মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক। প্রথম গোলে মার্সেলোর সঙ্গে ওয়ান টু করে ডিবক্সের ভেতর ঢুকে গিয়েছিলেন বেল। পরে বাম পায়ের শটে ফারপোস্টে বল জড়িয়ে দলকে এগিয়ে নেন ওয়েলশম্যান।



    শুরুটা অবশ্য ভালোই করেছিল এশিয়ার চ্যাম্পিয়নরা। কর্নার থেকে একেবারে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার দারুণ এক সুযোগ পেয়েও হাতছাড়া করেছে তারা। এরপর সময়ের সাথেই ম্যাচে ফেরে রিয়াল। প্রথমার্ধের খানিকক্ষণ আগে বেলের ওই গোলে তাই স্বস্তি নিয়েই বিরতিতে যায় সান্তিয়াগো সোলারির দল।

    বিরতির পর অ্যান্টলার্সকে আরও চেপে ধরে রিয়াল। ৫০ মিনিটে গোলরক্ষক দারুণ এক সেভ না করলে করিম বেনজেমা ব্যবধান দ্বিগুণ করতে পারতেন তখনই। তবে ব্যবধান বাড়াতে আর নিজেদের কিছু করতে হয়নি রিয়ালকে। চাপে পড়ে অ্যান্টলার্স ডিফেন্ডাররা গড়বড় পাকিয়ে ফেলেন রক্ষণে। ৫৩ মিনিটে অ্যান্টলার্স ডিফেন্ডার ব্যাকপাস দিয়েছিলেন সতীর্থ গোলরক্ষককে। কিন্তু বেল ছিলেন জায়গামতো, এরপর ছোঁ মেরে সেই বল নিয়ে ফাঁকা বারে করেন নিজের দ্বিতীয় গোল। দুই মিনিট মার্সেলোর পাস থেকে ডিবক্সের ভেতর পাস পেয়ে, বুলেট গতির শটে গোল করে পূরণ করে ফেলেন হ্যাটট্রিকও।

    ৭৮ মিনিটে সোমা দৈ স্বান্তনার গোল করেন জাপানিজদের হয়ে। তার অনেক আগেই অবশ্য ম্যাচের উত্তেজনা শেষ হয়ে গিয়েছিল বেল বীরত্বে। আগেরদিন প্রথম সেমিফাইনালে কোপা লিবার্তোদোরেস চ্যাম্পিয়ন রিভারপ্লেটকে টাইব্রেকারে হারায় আল আইন। ৬ মহাদেশের ৬ চ্যাম্পিয়ন ও স্বাগতিক দেশের লিগ চ্যাম্পিয়নকে নিয়ে শুরু হয়েছিল ক্লাব বিশ্বকাপ। আল আইন স্বাগতিক দেশ হিসেবে সুযোগ পেয়েছিল টুর্নামেন্টে। স্বপ্নের ফাইনালে তারাই এখন খেলবে রিয়ালের বিপক্ষে। আর রিয়াল কোচ সোলারির জন্য উপলক্ষ্য নিজের প্রথম শিরোপা জয়ের।