মেসি-ডেম্বেলেতে শীর্ষেই রইল বার্সা
এস্পানিওলকে হারিয়ে শীর্ষে থাকা বার্সেলোনাকে ধরে ফেলেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের ম্যাচ শেষে তিন পয়েন্টের লিডটা অবশ্য বজায় রাখল বার্সা। ঘরের মাঠে উসমান ডেম্বেলে ও লিওনেল মেসির গোলে সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই রইল কাতালানরা।
ম্যাচের শুরুতেই দুইবার বার্সা রক্ষণভাগে কাঁপন ধরিয়ে দিয়েছিল সেল্টা ভিগো। ২ মিনিটে সোফিয়ান বৌফল ও পরের মিনিটে নেস্টার আরাজো গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। নিজেদের গুছিয়ে নিয়ে এরপর আক্রমণে গেছে বার্সেলোনা। মাত্র ১০ মিনিটেই এগিয়ে যায় তাঁরা। জর্ডি আলবার পাসে বল পেয়েছিলেন মেসি। তাঁর শট ঠেকিয়ে দেন ব্লাঙ্কো। সেই বল এসে পড়ে ডেম্বেলের পায়ে। ছয় গজ দূর থেকে বল জালে জড়াতে ভুল করেননি তিনি। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতো বার্সা, লুইস সুয়ারেজের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রথমার্ধের ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করে মেসি। আলবার দারুণ এক বাড়ান বল মেসির পায়ে যায়। বা পায়ের শটে সেল্টা গোলরক্ষককে কোনো সুযোগি দেননি মেসি। এই মৌসুমে লিগে এটি তাঁর ১৫তম গোল। দুই গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলেছে সেল্টা। কিন্তু গোলের ভালো সুযোগ তৈরি করতে পারেননি ফরোয়ার্ডরা। ৬০ মিনিটে আবার সুয়ারেজের শট লক্ষ্যভ্রষ্ট হয়। সাত মিনিট পর নেলসন সেমেডোর শট ঠেকিয়ে দেন ব্লাঙ্কো।
৭৯ মিনিটে ব্যবধান কমাতে পারতো সেল্টা। ফ্রান বেল্ট্রানের শট ঠেকিয়ে দেন টের স্টেগেন। দুই মিনিট পর বেল্ট্রানের আরেকটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৯২ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল পেতে পারতেন মেসি। ফ্রি কিক থেকে তাঁর শট পোস্টের একটু ওপর দিয়ে চলে যায়।
১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।