ইউনাইটেডের ডাগআউটে স্বপ্নের শুরু সোলশায়ারের
হোসে মরিনহোর বরখাস্ত হওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বটা এসেছে তাঁর কাঁধেই। যে ক্লাবের হয়ে খেলোয়াড় হিসেবে পেয়েছেন অনেক সাফল্য, ওলে গানার সোলশায়ারের ইউনাইটেডের কোচ হিসেবে যাত্রাটাও শুরু হলো দুর্দান্তভাবে। জেসে লিনগার্ডের জোড়া গোলে কার্ডিফ সিটিকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েই ইউনাইটেডে শুরু হলো 'সোলশায়ার যুগ'।
কার্ডিফের মাঠে মাত্র তিন মিনিটের মাথায়ই এগিয়ে যায় ইউনাইটেড। বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া ফ্রি কিক থেকে ডান পায়ের দারুণ এক শটে গোলরক্ষককে বোকা বানান মার্কাস র্যাশফোর্ড। ২৯ মিনিটে ব্যবধান বাড়ান অ্যান্ডার হেরেরা। পল পগবার বাড়ান বলে বক্সের ভেতরে বল পান, ডান পায়ের জোরালো শট ঠেকাতে পারেননি কার্ডিফ কিপার। ৩৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেতে পারতেন হেরেরা, তাঁর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
৩৮ মিনিটে বক্সের ভেতর র্যাশফোর্ড হ্যান্ডবল করলে পেনাল্টি পায় কার্ডিফ। পেনাল্টি থেকে ব্যবধান কমান ভিক্টর কামারাসা। মিনিট তিনেক পরেই অবশ্য দুই গোলের লিড পুনরুদ্ধার করে ইউনাইটেড। লিনগার্ডের পাসে বল পেয়ে অ্যান্থনি মার্শিয়ালের ডান পায়ের শট বোকা বানায় এথেরিজকে। কাল চতুর্থ ফ্রেঞ্চ ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন মার্শিয়াল, গোল করেই ম্যাচটা স্মরণীয় করে রাখলেন। বিরতির ঠিক আগে গোলের সুযোগ নষ্ট করেন পগবা, তাঁর শট পোস্ট ঘেঁষে চলে যায়।
দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে দলের চতুর্থ গোল আসে লিনগার্ডের পা থেকে। তাঁকে বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় ইউনাইটেড। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি তিনি। ৬২ ও ৬৪ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেছেন র্যাশফোর্ড ও হেরেরা। ৭০ মিনিটে পগবার শট ঠেকিয়ে দেন এথেরিজ। ৭৪ মিনিটে সোল সামবা ও ৭৭ মিনিটে কেনেথ জোহোরের শট ঠেকিয়ে দেন ডি গেয়া। শেষ বাঁশি বাজার অল্প কিছুক্ষণ আগে নিজের দ্বিতীয় গোল করেন লিনগার্ড। পগবার থ্রু বলে বক্সের ভেতর বল পেয়ে এথেরিজকে বোকা বানান। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইউনাইটেড।
২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ী ম্যাচে ওয়েট ব্রমের সাথে ৫-৫ গোলে ড্র করেছিল ইউনাইটেড। পাঁচ বছর পর আবার লিগ ম্যাচে পাঁচ গোল করল তাঁরা। নিজের প্রথম ম্যাচেই সোলশায়ারের এমন পারফরম্যান্সে নিশ্চয়ই নতুন দিনের স্বপ্ন দেখছেন ইউনাইটেড সমর্থকরা!