• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    লিগ জেতার আশা ছাড়ছেন না কেইন

    লিগ জেতার আশা ছাড়ছেন না কেইন    

     

    শীর্ষে থাকা লিভারপুল ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটিও কম যায় না। অনেকেই ধরে নিয়েছেন, এবারের লিগ শিরোপার মূল লড়াইটা হবে এই দুই ক্লাবের মধ্যেই। তৃতীয় স্থানে থাকা টটেনহামের অধিনায়ক হ্যারি কেইন অবশ্য এখনই হার মানতে নারাজ। কেইনের মতে, টটেনহামও লিভারপুল-সিটিকে টপকে শিরোপা জিততে পারে।

    ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল, দ্বিতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট ৪৪। দুই পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহাম। রবিবার এভারটনকে ৬-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সিটি ও লিভারপুলের ওপর চাপটা ধরে রেখেছে স্পারস।

    স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে কেইন জানিয়েছেন, টটেনহামও এবারের শিরোপার অন্যতম দাবিদার, ‘সবাই সিটি ও লিভারপুলকে নিয়েই আলোচনা করছে। অন্যদিকে আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলছি। ফলাফলও আমাদের পক্ষেই আসছে। এখনো লিগের অনেকটা পথ বাকি। কে শিরোপা জিতবে এটা এখনই বলা যাবে না।’

    নিজেদের ফর্মটা ধরে রাখলে মৌসুম শেষে ভালো কিছুর আশা করছেন কেইন, ‘আমরা যে ফর্মে আছি, সেটাকে ধরে রাখা জরুরী। সামনের ম্যাচগুলোতে জেতাই প্রধান লক্ষ্য। আগামী তিন মাস যদি এই ফর্ম ধরে রাখা যায়, তাহলে এপ্রিলে ভালো কিছু হতেই পারে!’

    কেইনের সাথে একমত টটেনহাম মিডফিল্ডার হিউ মিন সনও, ‘এখন প্রতিটা ম্যাচ নিয়ে আলাদাভাবে ভাবতে হবে বেশি সামনে না তাকিয়ে। লিগটা অনেক লম্বা। শেষ পর্যন্ত কী হয় সেটা কেউ বলতে পারে না।’

    শেষ পর্যন্ত সিটি-লিভারপুলকে টপকে কাঙ্ক্ষিত সেই শিরোপা উঁচিয়ে ধরতে পারেন কিনা কেইন, সেটা জানা যাবে আগামী বছরই।