• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সোলশায়ারের 'নতুন ইউনাইটেডে' শীর্ষ চারের আশা শ'য়ের

    সোলশায়ারের 'নতুন ইউনাইটেডে' শীর্ষ চারের আশা শ'য়ের    

     

    বরখাস্ত হওয়ার কয়েকদিন আগে হোসে মরিনহো বলেই দিয়েছিলেন, লিগ জেতার আশা শেষ হয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। শিরোপা না জিতলেও শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার আশা করছিলেন তিনি। তবে দলের পারফরম্যান্সে হয়ত তাঁর সাথে একমত হতে পারছিলেন না অনেকেই। মরিনহোর বিদায়ের পর ওলে গানার সোলশায়ারের অধীনে প্রথম ম্যাচেই দুর্দান্ত খেলে বড় ব্যবধানে জিতেছে ইউনাইটেড। ডিফেন্ডার লুক শ’ মনে করেন, এই ফর্ম ধরে রাখতে পারলে শীর্ষ চারে থেকেই লিগ শেষ করবে ইউনাইটেড।

    ১৮ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। চতুর্থ স্থানে থাকা চেলসির চেয়ে এখনই আট পয়েন্ট পিছিয়ে তাঁরা। তবে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার আশা ছাড়তে রাজি নন লুক শ’, ‘অবশ্যই আমরা শীর্ষ চারে থেকেই মৌসুম শেষ করতে চাই। চ্যাম্পিয়নস লিগে খেলাটাই এখন আমাদের লক্ষ্য। আমরা যেভাবে খেলছি, তাতে এটা অসম্ভব কিছু না। তবে প্রতিটা ম্যাচেই আমাদের ভালো করতে হবে।’

    মরিনহো যুগে বহুবার বাদ পড়েছিলেন একাদশ থেকে। লুক শ’র সাথে স্পেশাল ওয়ানের সম্পর্কটাও ছিল শীতল। সেই শ’ই বলছেন, ইউনাইটেডে মরিনহোর অবদান ভোলার মতো নয়, ‘মানুষ হয়ত দ্রুতই মরিনহোকে ভুলে যাবে। তিনি এখানে তিনটা ট্রফি জিতলেও অবদান রেখেছনে অনেক বেশি। আমরা তো আগে কখনোই ইউরোপা লিগ জিততে পারিনি। তিনি এক মৌসুমেই তিন ট্রফি জিতিয়েছিলেন ক্লাবকে। তাই তাঁকে সম্মান দিয়েই কথা বলা উচিত। তিনি যা করেছেন, সেটাকে সবার শ্রদ্ধার সাথে স্মরণ করা দরকার।’

    শেষ পর্যন্ত সোলশায়ার ইউনাইটেডকে চ্যাম্পিয়নস লিগে নিয়ে যেতে পারেন কিনা, সেটা সময়ই বলে দেবে।