• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    অ্যানফিল্ডে 'হেভি মেটাল'?

    অ্যানফিল্ডে 'হেভি মেটাল'?    

    আর্সেন ওয়েঙ্গারের সাথে নিজের পার্থক্য খুঁজতে গিয়ে অর্কেস্ট্রা আর হেভি মেটালের উদাহরণ টেনেছিলেন সাবেক ডর্টমুন্ড বস জার্গেন ক্লপ; জানিয়েছিলেন অর্কেস্ট্রার শব্দহীন সঙ্গীত নয়, তাঁর পছন্দ ধুন্দুমার ‘হেভি মেটাল’ই। আক্রমণাত্মক ফুটবলের মন্ত্রে দীক্ষিত ৪৮ বছর বয়সী এই জার্মানকে এবার ইপিএলের প্রতিপক্ষ হিসেবেই পেতে পারেন আর্সেনাল ম্যানেজার। অ্যানফিল্ডের নতুন অধিপতি হিসেবে বেশ জোরেশোরেই যে শোনা যাচ্ছে জার্গেন ক্লপের নাম!

     

     

    লিগ টেবিলে দ্য রেডদের দশ নম্বরে রেখে গত রাতেই চাকরিটা খুইয়েছেন লিভারপুল বস ব্রেন্ডন রজার্স। নর্দার্ন আইরিশম্যানের উত্তরসূরি কে হচ্ছেন এ নিয়ে জল্পনাকল্পনাও শুরু হয়ে গেছে তখন থেকে। সম্ভাব্যদের তালিকায় উপরের দিকে আছেন জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক ম্যানেজার জার্গেন ক্লপ। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত হয় নি কিছুই।

     

    চলতি মৌসুমে সব ধরণের ফুটবলে এ পর্যন্ত ১১টি ম্যাচ খেলে লিভারপুলের জয় সাকুল্যে ৪টি; এর মধ্যে আবার ক্যাপিটালে ওয়ান কাপে ঘরের মাঠে দ্বিতীয় বিভাগের দল কার্লিসলের বিপক্ষে পেনাল্টিতে পাওয়া জয়ও আছে। এই যখন অবস্থা তখন অ্যানফিল্ডে রজার্সের সাড়ে তিন বছরের রাজত্বের অবসান সময়ের ব্যাপারই ছিল। তবে এই সপ্তাহেও ৪২ বছর বয়সী আইরিশম্যান বলছিলেন চাকরি খোয়ানো নিয়ে তিনি উদ্বিগ্ন নন। গত রাতের 'মার্সিসাইড ডার্বি’তে এভারটনের সাথে ১-১ ড্রয়ের পর কৈফিয়ত দিতে গিয়ে দলের গুরুত্বপূর্ণ অস্ত্রগুলো হারানোর হাহাকারে জানিয়েছিলেন তাঁর দল অবিরাম পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে।

     

     

    কিন্তু বেরসিক ক্লাব কর্তারা অতশত বোঝার ধার দিয়ে যান নি। সদ্য সাবেক কোচকে শুকনো ধন্যবাদ জানিয়ে দায় সেরে তাঁদের চাহিদাটুকু স্পষ্ট করেছেন এ ব্যাপারে দেয়া এক বিবৃতিতে, “ম্যানেজার হিসেবে ব্রেন্ডনের সাথে আমরা সবাই দারুণ কিছু সময় কাটিয়েছি। আমাদের বিশ্বাস সামনে তিনি লম্বা একটি ক্যারিয়ারই উপভোগ করবেন।...লিভারপুলে আমরা যেটা চাই সেটার জন্য প্রয়োজন জয় আর জয়ের আকাঙ্ক্ষা। আমরা মনে করি এ পরিবর্তন আমাদেরকে সেরা উপায়ে সে সুযোগটুকু করে দেবে।...নতুন ম্যানেজারের খোঁজ চলছে। আশা করছি খুব শীঘ্রই এ ব্যাপারে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারবো।”

     

    সেই খোঁজ প্রক্রিয়ায় জার্গেন ক্লপ সেরা পছন্দ হতে পারেন বলে মনে করেন জার্মানির ‘৯০ বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার ও ক্লপের ঘনিষ্ঠ বন্ধু স্টেফান এফেনবার্গ। সম্প্রতি বন্ধুকে ক্লপ বলেছেন তিনি দ্রুতই কোচিংয়ে ফিরতে চান আর সেটা খুব উপরের স্তরের কোন দলের হয়ে নয়। নতুন কিছু সৃষ্টি করা, নিজের মতো করে কিছু গড়াটাই তাঁর ইচ্ছে। সে বিবেচনায় ক্লপের জন্য লিভারপুলের চেয়ে ভালো বিকল্প এই মুহূর্তে কিছু হতে পারে না- এমনটাই বিশ্বাস এফেনবার্গের, “ডর্টমুন্ডের সাথে লিভারপুলের বেশ একটা মিল আছে। দু’ জায়গাতেই সমর্থকরা ক্লাবের সবকিছুর সাথে জুড়ে থাকেন। আর এটাই জার্গেন ক্লপের পছন্দ, এমন কিছুই তাঁর জন্য দরকার। সম্ভবত খুব তাড়াতাড়িই ক্লপের কাছ থেকে আমরা কিছু শুনবো, একটা সিদ্ধান্ত পাবো...হয়তো লিভারপুলকে নিয়েই।