'লিভারপুলের কাছে হারলেই সিটির শিরোপার স্বপ্ন শেষ'
লিগের মাঝপথে এসে শীর্ষে থাকা লিভারপুলের সাথে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে সাত পয়েন্ট। আগামী পরশু ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সিটি মিডফিল্ডার বেনার্দো সিলভা মনে করেন, এই ম্যাচে লিভারপুলকে না হারাতে পারলে শিরোপার আশা শেষ হয়ে যাবে সিটিজেনদের।
২০ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এই মৌসুমে এখন পর্যন্ত লিগে অপরাজিত আছে ক্লপের দল। অন্যদিকে ২০ ম্যাচে সিটির পয়েন্ট ৪৭, এখন পর্যন্ত তিনটি ম্যাচে হেরেছে তারা। লিভারপুলের বিপক্ষে পরের ম্যাচে হেরে গেলে দুই দলের পয়েন্টের ব্যবধান দাঁড়াবে দশ।
লিভারপুল যেভাবে খেলছে, তাতে দশ পয়েন্টের ব্যবধান টপকে শিরোপা জেতার আশা করছেন না সিলভা, ‘চাপটা আমাদের ওপরেই বেশি থাকবে। আমরা যদি এই ম্যাচে জিততে না পারি, তাহলে মৌসুমের বাকি সময়ে লিভারপুলকে ধরা খুব কঠিন হয়ে যাবে। আমরা সব ম্যাচেই জিততে চাই। তবে এই ম্যাচটা একটু বেশিই গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে খেলা হবে, দর্শককে ভালো একটা ম্যাচ উপহার দিতে চাই।’
তবে ফর্মের তুঙ্গে থাকা লিভারপুলকে হারান যে সহজ হবে না, সেতা ভালমতোই জানেন সিলভা, ‘এই মৌসুমে তাদের রক্ষণভাগ দারুন খেলেছে, অনেকগুলো ক্লিন শিট আছে তাদের। আর আক্রমণভাগে তাদের যে তিনজন আছে, তাদের ব্যাপারে আলাদাভাবে বলার কিছু নেই। দুই দলই একে অন্যকে খুব ভালভাবে চেনে। আশা করি শেষ পর্যন্ত আমরাই জিতব।’
ইতিহাদ স্টেডিয়ামে যদি জয় নিয়ে ফিরতে পারে লিভারপুল, তাহলে হয়ত শিরোপা জেতার পথে অনেকটাই এগিয়ে যাবেন মোহাম্মদ সালাহরা।