• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ফার্গিকে নিরাশ করেছিলেন মরিনহো!

    ফার্গিকে নিরাশ করেছিলেন মরিনহো!    

    ২৩ নভেম্বর,২০১২। রেড ডেভিলদের ম্যানেজারের দায়িত্বে তখনো স্যার অ্যালেক্স ফার্গুসন। ফার্গি নিজে উপস্থিত থেকেই সেদিন ওল্ড ট্র্যাফোর্ডে উন্মোচন করেছিলেন তাঁর অবয়বে গড়া মূর্তিটির। তাছাড়া সেদিন ওল্ড ট্র্যাফোর্ডের পাশেই ওয়াটার’স রিচ নামের রাস্তাটিও নতুন নাম পায়, ‘স্যার অ্যালেক্স ফার্গুসন ওয়ে’। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সাথে পুরো ইংলিশ ফুটবলকেই  তিনি নিয়ে গেছেন  নতুন একটি মাত্রায়, তাঁর সম্মানে এতটুকু তো করা যেতেই পারে।

     

     

    ২০১৩ সালের মে মাসে তিনি অবসর নেয়ার আগে রেড ডেভিলদের এনে দিয়েছেন মোট ৪৯ টি শিরোপা। তবে ম্যান ইউ’র দায়িত্ব ছাড়ার আগে তাঁর যোগ্য উত্তরসূরি খুঁজে পেতে বেশ ঝামেলায় পড়েছিলেন এই স্কটিশ। তাঁর জায়গায় ম্যান ইউ’র ম্যানেজারের দায়িত্ব দিতে চেয়ে ছিলেন ‘দ্য বস’ হোসে মরিনহোকে। এমনটাই জানিয়েছেন ‘দ্য ব্লুজদের’ বর্তমান ম্যানেজার।

     

     

    ফার্গুসনের অবসরের এক মাস পরেই লা লিগা ছেড়ে ইংলিশ লিগে ফিরেন হোসে মরিনহো। তবে ইউনাইটেডের নয়, চেলসির কোচ হয়ে। অবসরের ঘোষণা দেয়ার কয়েকমাস আগেই ফার্গি কথা বলেছিলেন মরিনহোর সাথে। কিন্তু, মরিনহো চেলসির দায়িত্ব নিতেই ইচ্ছুক বলে জানান,”বিশ্বের যেকোন ম্যানেজারের কাছেই ম্যানচেস্টার ইউনাইটেড অনেক বড় একটি ক্লাব। কিন্তু, আমি চেলসিতেই আসতে চেয়েছিলাম। তাই আমরা আর ম্যানচেস্টারের বিষয়টি আলোচনায় আনি নি। সে জানত যে আমি মাদ্রিদে শেষ মৌসুম জুড়েই চেলসিতে আসতে মরিয়া ছিলাম।”

     

     

    হোসে মরিনহো আরো জানান যে ফার্গুসন তাঁর অবসরের কথা অনেক আগেই জানিয়েছিলেন তাঁকে। স্যার অ্যালেক্স ফার্গুসন যখন তাঁকে অবসরের কথা জানান, তখনো সেটি ছিল ফুটবল বিশ্বের অতি গোপনীয় বিষয়। আর তাই মরিনহো নিজেকে ফার্গির বিশ্বস্তই বলেই মনে করেন,”তিনি আমাকে অনেক বড় একটি গোপন কথা জানান। খুব বেশি মানুষ সেটা জানত না। তিনি অবসরের কয়েকমাস আগেই ব্যাপারটি আমাকে জানিয়েছিলেন। আমি জানি তিনি আমাকে বিশ্বাস করেন আর না হলে তিনি আমাকে এটা জানাতেন না।”

     


     

    মরিনহো স্ট্যামফোর্ড ব্রিজে ফেরার প্রথম মৌসুমে চেলসি লিগে তৃতীয় হয়। আর তার পরের বছরই হয় লিগ চ্যাম্পিয়ন। অন্যদিকে ফার্গুসন দায়িত্ব ছাড়ার পর প্রথম মৌসুমে ডেভিড ময়েসের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড হয় সপ্তম। আর পরের মৌসুমে লুই ভ্যান গালের অধীনে লিগ শেষ করে চতুর্থ অবস্থানে থেকে।