পর্তুগালের জার্সি গায়ে ফিরছেন রোনালদো
রাশিয়া বিশ্বকাপে তাঁর একক নৈপুণ্যেই দ্বিতীয় রাউন্ডে উঠেছিল পর্তুগাল। উরুগুয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর থেকেই জাতীয় দলের জার্সি গায়ে আর দেখা জায়নি ক্রিশ্চিয়ানো রোনালদোকে। নতুন বছরের শুরুতেই রোনালদো জানিয়েছেন, খুব তাড়াতাড়িই পর্তুগালের হয়ে খেলতে নামবেন তিনি।
বিশ্বকাপের পর থেকে ২০১৮ সালের শেষ ছয় মাস পর্তুগালের হয়ে খেলেননি রোনালদো। প্রীতি ম্যাচ ও ইউয়েফা নেশনস লিগের ম্যাচ মিলিয়ে মোট ছয়টি ম্যাচ খেলেছে পর্তুগাল। এর মাঝে তিনটিতে জিতেছে তারা, ড্র হয়েছে অন্য তিন ম্যাচ। রোনালদোকে ছাড়াই নেশনস লিগের পরের রাউন্ডে উঠে গেছে পর্তুগাল।
পর্তুগিজ পত্রিকা ‘রেকর্ডকে’ দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছেন, পর্তুগালের পরবর্তী ম্যাচেই ফিরতে পারেন তিনি, ‘আগের বছরের শেষভাগে খেলা হয়নি। তবে ২০১৯ সালের শুরুতেই আমি জাতীয় দলে ফিরছি।’
কিন্তু কেনো এতদিন পর্তুগালের হয়ে খেলেননি? রোনালদো বলছেন, জুভেন্টাসে থিতু হওয়ার জন্যই এমনটা করেছিলেন, ‘এটা দুই পক্ষের আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত হয়েছিল যে, আমি বিশ্বকাপের পর ছয় মাস জাতীয় দলের হয়ে খেলব না। আমার বয়স ৩৩, নতুন ক্লাবে যোগ দিয়েছি, সবকিছু নতুনভাবে সাজাতে হয়েছে। নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য এটার চেয়ে ভালো আর কোনো উপায় ছিল না।’
জুভেন্টাসের হয়ে এরই মাঝে ২৪ ম্যাচে ১৫ গোল পেয়েছেন রোনালদো। জাতীয় দলের হয়ে বিরতিটা কাজেই দিয়েছে তাঁর।