• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    চেলসিতে যাচ্ছেন পুলিসিচ

    চেলসিতে যাচ্ছেন পুলিসিচ    

    যেটা ধারণা করা হচ্ছিল, সেটাই সত্যি হলো। একাদশে অনিয়মিত হয়ে পড়েছিলেন, বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে তাই আর চুক্তি নবায়ন করেননি ক্রিশ্চিয়ান পুলিসিচ। ডর্টমুন্ডও তাকে ছেড়ে দিয়েছে। পুলিসিচ নতুন ঠিকানা হিসেবে খুঁজে নিয়েছেন প্রিমিয়ার লিগকে। ৬৪ মিলিয়ন ইউরোতে ডর্টমুন্ড থেকে চেলসিতে যোগ দেবেন ২০ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। 

    পুলিসিচকে অবশ্য এখই দলে পাচ্ছে না চেলসি। চুক্তির শর্ত হিসেবে পুলিসিচকে ডর্টমুন্ডেই চলতি মৌসুমের বাকি সময়ের জন্য ধারা পাঠাচ্ছে তারা। পরের মৌসুম থেকে পুলিসিচি পুরোদমে হয়ে যাবেন চেলসি খেলোয়াড়। 

    বরশিয়া ডর্টমুন্ডের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে এই চুক্তির খবর।