• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সোলশায়ারে ইউনাইটেডের চারে চার

    সোলশায়ারে ইউনাইটেডের চারে চার    

     

    হোসে মরিনহোর অধীনে যেখানে হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছিল দল, তাঁর অধীনেই বদলে গেছে সবকিছু। ম্যানচেস্টার ইউনাইটেডে ওলে গানার সোলশায়ারের জয়যাত্রা চলছেই। নিউক্যাসেল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে টানা চার লিগ ম্যাচে জয় পেল ইউনাইটেড।

    নিউক্যাসেলের মাঠে ৪ মিনিটের মাথায়ই এগিয়ে যেতে পারত ইউনাইটেড। বক্সের একটু বাইরে থেকে পল পগবার বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন ডুবরাভকা। ৯ মিনিতে মার্কাস র‍্যাশফোর্ডকেও হতাশ করেন তিনি। ১৪ মিনিতে প্রথম সুযোগ পায় নিউক্যাসেল, ক্রিশ্চিয়ান আতসুর শট বাচিয়ে দেন ডি গেয়া। চার মিনিট পর আতসুর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২৪ মিনিতে র‍্যাশফোর্ডের দারুন এক শট ঠেকিয়ে দেন ডুবরাভকা। বিরতির তিন মিনিট আগে ফিল জোনসের হেড অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

    দ্বিতীয়ার্ধেও দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ৬০ মিনিটে জনজো সেলভির শট ঠেকিয়ে দেন ডি গেয়া। এর চার মিনিট পরেই ইউনাইটেডকে এগিয়ে দেন রোমেলু লুকাকু। এক মিনিট আগেই বদলি হিসেবে নামা লুকাকু ম্যাচে নিজের প্রথম ছোঁয়াতেই গোল পেয়েছেন। বক্সের ভেতর থেকে তাঁর বা পায়ের শট আর ঠেকাতে পারেননি ডুবরাভকা।

    পিছিয়ে পড়ে সমতা আনতে মরিয়া নিউক্যাসেল এরপর খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। উল্টো ৮০ মিনিটে দ্বিতীয় গোল খেয়ে বসে তারা। দারুণ এক পাল্টা আক্রমণ থেকে বল পেয়েছিলেন অ্যালেক্সিস সানচেজ। তাঁর বাড়ান বলে গোল করেন র‍্যাশফোর্ড। যোগ করা সময়ে লুকাকুর শট ডুবরাভকা ঠেকিয়ে না দিলে ব্যবধান আরও বাড়ত।

    ইউনাইটেডের ইতিহাসে দ্বিতীয় কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর টানা চারটি লিগ ম্যাচে জিতলেন সোলশায়ার। ১৯৪৬ সালে স্যার ম্যাট বাসবির কীর্তি ছুঁয়েছেন তিনি। ২০১৮ সালের এপ্রিলের পর এই প্রথমবার টানা চার লিগ ম্যাচে জয়ের দেখা পেল ইউনাইটেড। ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে অবশ্য ষষ্ঠ স্থানেই আছে তারা।

    ইউনাইটেডের জয়ের রাতে পয়েন্ট খুইয়েছে চেলসি। ঘরের মাঠে সাউদাম্পটনের সাথে গোলশূন্য ড্র করেছে তারা। এখানে শেষ পাঁচ লিগ ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছেন চেলসি ফরোয়ার্ডরা। এই ড্রয়ের পরেও ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি।