"মাশরাফির এবার ক্রিকেটে ফেরার পালা"
রংপুর রাইডার্সের ব্যাটিং লাইন-আপটা রোমাঞ্চকর, আছেন ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস। রংপুরের দলটা আলাদা আরেক দিক দিয়েও, তাদের দলে আছেন বাংলাদেশ জাতীয় সংসদের একজন সদস্যও। আজ অনুশীলনে যোগ দেওয়ার আগে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে এসেছেন মাশরাফি বিন মুর্তজা। ৫ তারিখ থেকে বিপিএল, রংপুরের মূল অনুশীলন শুরু হয়েছে আজ থেকে। অন্য সব দলের মতো বেশ ঠাসা সূচি যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের।
শেষ কয়েকদিনে মাশরাফির সময়টা কেমন গেছে, সেটা অনুমান করতে পারেন হেড কোচ টম মুডিও। এবার ক্রিকেটে ফেরার পালা, তিনি মনে করিয়ে দিচ্ছেন সেটাই, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে ক্রিকেটের একজন সদস্যও (সংসদ সদস্যের পাশাপাশি)। অবশ্যই, শেষ কয়েকটা সপ্তাহ তার জীবনে বেশ রোমাঞ্চকর। তার অর্জনে আমরা তাকে অভিনন্দন জানাই। আমি জানি, ম্যাশ শনিবার থেকে শুরু হতে যাওয়া ক্রিকেটে নামতে বেশ মুখিয়ে আছে।”
গেইল, হেলসের সঙ্গে এর আগে কাজ করা মুডি এবারই প্রথম সরাসরি কাজ করবেন ডি ভিলিয়ার্সের সঙ্গে। গত বছর অবসর নেওয়া প্রোটিয়া তারকা দলে বাড়তি কিছু যোগ করবেন বলেই বিশ্বাস মুডির, “বিশ্বমানের ক্রিকেটার দলে পাওয়া দারুণ ব্যাপার। গেইল ও হেলসের সঙ্গে এর আগে কাজ করলেও ডি ভিলিয়ার্সের সঙ্গে করা হয়নি। তার সঙ্গে কাজ করাটা দারুণ ব্যাপার হবে। এই ফরম্যাটে সে বিশ্বমানের ক্রিকেটার। সে খুবই বিপজ্জনক হতে পারে। ব্যক্তি হিসেবে তার দিকে আলাদা নজর থাকবে না অবশ্যই, আমাদের নিজেদের ভূমিকা একাদশে নিতে পারাটাই গুরুত্বপূর্ণ।”
তবে মুডি রোমাঞ্চিত দেশী ক্রিকেটারদের নিয়েও। রংপুরের দলে আছেন নাজমুল অপু, মোহাম্মদ মিঠুন, মেহেদি মারুফরা। মুডি বলছেন, “গত মৌসুম থেকে পরিচিত কিছু মুখ ধরে রাখতে পেরে আমরা সৌভাগ্যবান। তবে ঘরোয়া যেসব ক্রিকেটারের সঙ্গে আমি আগে কাজ করিনি, তাদেরকে পেয়ে আমি রোমাঞ্চিত। অন্য সবার মতো তারাও তাদের ভূমিকাটা বুঝতে পারবে, এটা সমান গুরুত্বপূর্ণ।”
দল হিসেবে শিরোপা ধরে রাখতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে বলে মনে করছেন তিনি, “খুব ভাল করেই জানি, এটা শক্ত একটা প্রতিযোগিতা। সব দলই ভারসাম্যপূর্ণ। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে গতবার চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের জন্য দারুণ একটা ব্যাপার ছিল। সামনে অনেক কঠিন কাজ আমাদের। ম্যাচ জেতাটা সহজ নয়। সামনে দীর্ঘ পথ।”